X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তিন পার্বত্য জেলায় নিয়োগ তত্ত্বাবধান করবে মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৯:৫৭আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৯:৫৭

এখন থেকে আর পার্বত্য জেলা পরিষদ নয়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলায় সরকারি অফিসগুলোয় যে কোনও পদে জনবল নিয়োগের কাজ করবে মন্ত্রণালয়। নিয়োগে অনিয়ম দূর করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই তিন জেলার বিভিন্ন পদে নিয়োগে অনিয়ম দূর করতেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে নিবিড় তত্ত্বাবধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্ম সচিব এই তথ্য জানিয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় পক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনে জনবল নিয়োগের বিষয়ে অনিয়মের বিষয়টি উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী এমন নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগগুলোর সিনিয়র সচিব বা সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা প্রস্তাবে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলায় গত ১৯ ফেব্রুয়ারি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশসহ নিয়োগ প্রক্রিয়া চলমান থাকায় স্থানীয় জনসাধারণের মাঝে অসন্তোষ বিরাজ করছে।

প্রস্তাবে বলা হয়, পার্বত্য জেলা পরিষদের অধীনে তিন পার্বত্য জেলায় নিয়োগের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি প্রায়শ হয়ে থাকে। নিয়োগে এ ধরনের অনিয়ম হওয়ায় যোগ্য চাকরিপ্রত্যাশীরা বঞ্চিত হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়ারও প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বাস্তবায়নের প্রতিবেদন পাঠানোরও জন্য অনুরোধ জানানো হয় সচিবদের।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন লীগ সরকারের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন জন সংহতি সমিতির মধ্যে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী তিন পার্বত্য জেলায় জনবল নিয়োগ জেলা পরিষদগুলোই দেওয়া হয়েছিল।

/এসআই/এমআর/
সম্পর্কিত
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আজ খুলছে সরকারি অফিস
ঈদের ছুটি বাড়ছে না
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী