X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেড নির্ধারণ করতে ডেডলাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ১৭:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৭:৫২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন নির্ধারণ কার্যক্রম আগামী ১০ মে’র মধ্যে জরুরিভিত্তিতে সম্পাদন করতে মাঠ পর্যায়ে কর্মপরিকল্পনা পাঠানো ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ব্যর্থহীনভাবে নির্দেশনা বাস্তবায়ন করতে মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের বেতন স্কেল গত বছর ৯ ফেব্রুয়ারি ১৩তম গ্রেডে উন্নীত করা হয়। এ সংক্রান্ত অপশন আইবাস প্লাস প্লাস সফটওয়ারে চলতি বছর ফেব্রুয়ারি মাসে সংযুক্ত করে জেলা/উপজেলা হিসাবরক্ষণ অফিসারের ডিডিও আইডি থেকে বেতন নির্ধারণের সুযোগ দেওয়া হয়। সফটওয়ারে স্নাতক ও স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রির চেয়ে কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণের অপশন সংযোজনের জন্য ইতোমধ্যেই আইবাস প্লাস প্লাস প্রকল্প দফতরকে পত্র প্রদান করা হয়েছে এবং সহসা তা সংযোজিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে অধিকাংশ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক সহকারী শিক্ষকদের বর্ণিত উন্নীত স্কেলে বেতন নির্ধারণ কার্যক্রম অদ্যাবধি সম্পন্ন হয়নি। এর ফলে শিক্ষকরা আর্থিকভাবে ক্ষত্রিগ্রস্ত হচ্ছেন মর্মে জানা যায়।

এমতাবস্থায় ওই কার্যক্রম সুষ্ঠুভাবে সমাপনের জন্য মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট দফতরগুলোর জন্য সময়বদ্ধ পরিকল্পনা তৈরি করা হয়েছে।

১. আগামী ২৮ এপ্রিলের মধ্যে শিক্ষকদের নাম বিদ্যালয়ের নাম, যোগদানের তারিখ, জাতীয় পরিচয়পত্রের নম্বর, বর্তমান বেতন স্কেল ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের আগে প্রাপ্ত টাইম-স্কেল/উচ্চতর গ্রেড প্রাপ্তির সংখ্যা ও প্রাপ্তির তারিখ ছকে সংকলিত করে অন্যান্য প্রয়োজনীয় রেকর্ডপত্র স্ব স্ব জেলা/উপজেলা হিসাবরক্ষণ অফিসে প্রেরণপূর্বক প্রাপ্তি স্বীকার গ্রহণ করতে হবে।

২. আগামী ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত জেলা/উপজেলা হিসাবরক্ষণ অফিসের সঙ্গে সমন্বয় করে তাদের মাধ্যমে উন্নীত স্কেল বেতন নির্ধারণ কার্যক্রম শেষ করতে হবে।

৩. আগামী ৬ মে নির্ধারিত সময়ের মধ্যে বর্ণিত বেতন নির্ধারণ কার্যক্রম সম্পাদনে কোনও সমস্যা হলে তার উল্লেখসহ কর্মরত শিক্ষকদের মধ্যে কতজন শিক্ষকের বেতন উন্নীত স্কেলের নির্ধারণ করা হয়েছে এবং কতজনের হয়নি তা প্রতিবেদন আকারে জেলা প্রাথমিক শিক্ষক অফিসারের নিকট দাখিল করতে হবে।

৪. আগামী ৮ মে’র মধ্যে উপজেলা শিক্ষা অফিসারদের নিকট থেকে প্রাপ্ত তথ্যাদি সংকলন করে জেলাভিত্তিক বিস্তারিত প্রতিবেদন স্ব স্ব বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে পাঠাতে হবে।

৫. আগামী ১০ মে’র মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট থেকে প্রাপ্ত জেলাভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালকের (অর্থ) নিকট পাঠাতে হবে।

আদেশে আরও বলা হয়, নির্ধারিত এই সময়সীমার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেডে নির্ধারণ কার্যক্রম বিনা ব্যর্থতায় যথাযথভাবে বাস্তবায়ন করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (অর্থ) বরাবর হার্ড কপি ডাক যোগে এবং সফট কপি [email protected] ইমেইলে পাঠাতে হবে আগামী ১০ মের মধ্যে পাঠাতে হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম শুরু
শিগগিরই প্রাথমিক শিক্ষক অনলাইন বদলি আবেদন শুরু
আগামী রমজানে ছুটি আরও কমতে পারে
সর্বশেষ খবর
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
আবহাওয়ার খবর: ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস
আবহাওয়ার খবর: ঢাকাসহ ৪ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির আভাস
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০