X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে বিধানসভা অধিবেশন বয়কট বিজেপির

কলকাতা প্রতিনিধি
০৭ মে ২০২১, ২২:০৪আপডেট : ০৭ মে ২০২১, ২২:০৪

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতার প্রতিবাদে বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিলো বিজেপি। শুক্রবার দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এমননি শনিবার স্পিকার নির্বাচনের প্রক্রিয়াতেও অংশ নেবে না তারা।

দিলীপ ঘোষের নেতৃত্বে বৈঠকে হাজির ছিলেন মুকুল রায় ছাড়া বিজেপির সব বিধায়ক। নির্বাচনের পর দলের প্রথম বৈঠকে বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিলীপ ঘোষ জানিয়েছেন, ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যজুড়ে যেভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন তার পর রাজ্যে গণতন্ত্রের চর্চা বৃথা। আগে সহিংসতা থামুক, তারপর বিধানসভার অধিবেশনে যোগ দেবেন বিধায়করা।
বৈঠকে উপস্থিত ৭৬জন বিধায়ক এই প্রস্তাবে সম্মতি জানান তারা। শনিবার বিধানসভায় স্পিকার নির্বাচনের প্রক্রিয়াতেও বিজেপি অংশগ্রহণ করবে না বলে জানানো হয়েছে।

গত ২ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হলে দেখা যায়, রাজ্যে ৭৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি। বৃহস্পতি ও শুক্রবার বিধায়করা শপথগ্রহণ করেন। এর পর পরিষদীয় দলের বৈঠকে সরাসরি বিধানসভা বয়কটের পথে হাঁটল তারা।

এদিকে রবিবার নয়, সোমবার হবে রাজ্য মন্ত্রিসভার শপথগ্রহণ। সোমবার বেলা ১১টায় রাজভবনে শপথ নেবেন মন্ত্রীরা। সূত্রের খবর, অনাড়ম্বর এই অনু্ষ্ঠানে শপথ নেবেন শুধু গুরুত্বপূর্ণ দফতরগুলোর মন্ত্রীরা। বাকিরা শপথ নেবেন পরে।

মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পর সরকারের তরফে জানানো হয়েছিল, রবিবার শপথ নেবে রাজ্য মন্ত্রিসভা। রবিবার বেলা দেড়টায় রাজভবনে হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠান। অজ্ঞাত কারণে তা পিছিয়ে সোমবার করা হয়েছে। সোমবার বেলা ১১টায় শপথ নেবে রাজ্য মন্ত্রিসভা।

রাজভবন সূত্রের খবর, করোনাবিধির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের মতো মন্ত্রিসভার শপথও হবে অনাড়ম্বরভাবে। একসঙ্গে একাধিক মন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ দফতরগুলোর মন্ত্রীরা শপথ নেবেন। শুধু ক্যাবিনেট মন্ত্রীরাই শপথ নেবেন সোমবার। প্রতিমন্ত্রীরা পরে শপথ নেবেন।

এবার রাজ্য মন্ত্রিসভায় একাধিক চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুরনোদের সঙ্গে মন্ত্রী হতে পারেন একাধিক নতুন মুখ। এমনকি টলিউডের সেলিব্রিটিদের ভাগ্যেও ছিঁড়তে পারে শিকে।

/এএ/
সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
সর্বশেষ খবর
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার