X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

এফবিসিসিআই’র আইকন টাওয়ারের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২১, ১৯:২৩আপডেট : ০৯ মে ২০২১, ১৯:২৩

রাজধানীর ২৫ কাজী নজরুল ইসলাম এভিনিউতে নবনির্মিত এফবিসিসিআই আইকন-হাটখোলা ভবনের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। রবিবার (৯ মে) অনলাইনে সংযুক্ত থেকে তিনি এই ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী  নবনির্মিত এফবিসিসিআই ভবন করোনা চিকিৎসার কাজে ব্যবহার করতে দেওয়ার জন্য এফবিসিসিআইয়ের সভাপতিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়ন ভিশনের সঙ্গে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে চট্টগ্রাম ও মোংলা বন্দরের সঙ্গে বর্তমান সরকার স্বল্প সময়ের মধ্যে পায়রাবন্দর ও পানগাঁওবন্দর করে দিয়েছে। এর সঙ্গে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও পদ্মা সেতু অতি শিগগিরই শেষ হবে।’

তিনি বর্তমান সরকারের সময় বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করেন। নূর-ই-আলম চৌধুরী এই উন্নয়নকে কাজে লাগানোর জন্য এবং সরকারকে আরও সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান।    

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়াও সংযুক্ত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।

অনুষ্ঠানে শেখ ফজলে ফাহিম বলেন, ‘আজকের এই ভবনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৮ সালে করা অর্থায়নের আওতায় ৬৪ জেলার চেম্বারের নিজস্ব জমি ও ভবন এর অন্তর্ভুক্ত। সাবেক সভাপতিরা প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় রেখে ধাপে ধাপে এই ভবনের কাজ এগিয়ে নিয়ে গেছেন।’ 

শেখ ফজলে ফাহিম এফবিসিসিআইয়ের ইমপ্যাক্ট ৪.০ উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, ‘এই উদ্যোগের আওতায় চেম্বার ট্রেড ফ্যাসিলিটেশন,ট্রেড প্রমোশন, ট্রেড ফেয়ার,পলিসি অ্যাডভোকেসি’র পাশাপাশি সরকারের সঙ্গে সম্পৃক্ত থেকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের এলডিসি উত্তরণের ৫ বছর ট্রানজিশন,  প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১-কে লক্ষ্য নিয়ে এফবিসিসিআই একটি স্ট্র্যাটেজিক আউটলুক উদ্যোগ নিয়েছে এবং বর্তমান এফবিসিসিআইয়ের সচিবালয়কে চলতি গ্লোবাল এজাইল ট্রেন্ডের সঙ্গে সমন্বয় রেখে সাজানো হচ্ছে।’  

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এফবিসিসিআই’র সঙ্গে বিশ্বব্যাংক মিশনের বৈঠকবাণিজ্য সহজ করতে সব সেবা এক জায়গায় আনার পরামর্শ
এফবিসিসিআই নির্বাচন: বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের প্যানেলে সভাপতি জাকির হোসেন
এফবিসিসিআই’র নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বর
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক