X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্থগিত ভোটের বিষয়ে ১৯ মে ইসির বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ২০:০৭আপডেট : ১১ মে ২০২১, ২০:০৭

করোনা মহামারির কারণে স্থগিত নির্বাচনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে ১৯ মে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (১১ মে) ওই বৈঠকের বিষয়ে নোটিশ করা হয়।

সিইসিসহ নির্বাচন কমিশন সচিবালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার অফিস করেন। এ সময় তাদের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়।

সূত্র জানায়, করোনার কারণে যেসব নির্বাচন স্থগিত রাখা হয়েছে বা পেছানো হয়েছে, সেসব নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

সবার মতামতের ওপর আলোচনা শেষে  সিদ্ধান্ত নেওয়ার জন্য ১৯ মে ৭৯তম কমিশন বৈঠক ডাকার নির্দেশনা দেন সিইসি।

বৈঠকের এজেন্ডায় থাকবে লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচন, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, পৌরসভা নির্বাচন ও স্থানীয় সরকারের অন্য কিছু নির্বাচন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কমিশন সিডিউল অনুযায়ী নির্বাচন করতে চায়। এক্ষেত্রে তারা সবার আগে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে। এছাড়া তারা তফসিল ঘোষিত ইউনিয়ন পরিষদের নির্বাচনও সম্পন্ন করার চিন্তা করছে। তবে এক্ষেত্রে তারা স্থানীয় সরকার পরিষদ থেকে পরামর্শ নেবেন।

কমিশনার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাংবিধানিক বা আইনি বাধ্যবাধকতার প্রশ্ন থাকলে আমাদের ভোটতো করতেই হবে। করোনা সংক্রমণের মাঝেও যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। আইনি কারণে আমরা হয়তো দীর্ঘদিন ভোট অনুষ্ঠান না করে পারবো না। ঈদের পরে আমরা এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেবো।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে শোকজ, ইসিতে এসে জবাব দেওয়ার নির্দেশ
নির্বাচন কমিশনারদের সুযোগ-সুবিধা সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা