X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চীনা রাষ্ট্রদূতের নরম সুর

শেখ শাহরিয়ার জামান
১২ মে ২০২১, ১৮:৫৮আপডেট : ১২ মে ২০২১, ১৯:২৩

গত সোমবার (১০ মে) এক ভার্চুয়াল অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত জোট কোয়াডে বাংলাদেশ যোগ দিলে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।’ তার এ মন্তব্যে সবাই বিস্মিত হয়।

ওই মন্তব্যের দুদিন পর আজ বুধবার (১২ মে) চীন থেকে আসা পাঁচ লাখ টিকা প্রদান অনুষ্ঠান শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন,  মহাপরিচালক খন্দকার মোহাম্মাদ তালহা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের  অন্যান্য কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে বসেন চীনা রাষ্ট্রদূত। বৈঠকে ওই বিষয়টিকে ইংলিশ ভাষার দুর্বলতা ও  ‘আউট অফ কনটেক্সট’ বলে অভিহিত করেন লি জিমিং। তার মতে, কোয়াড নিয়ে  যা বলেছেন, সেটা তিনি ‘মিন’ করেননি  বা এভাবে বলতে চাননি।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চীনের কাছ থেকে আমরা পাঁচ লাখ টিকা উপহার হিসেবে গ্রহণের পরে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়। সম্প্রতি রাষ্ট্রদূত যে মন্তব্য করেছেন সে বিষয়টি সম্পর্কে আমরা ব্যাখ্যা চেয়েছি।’

রাষ্ট্রদূত তার ব্যাখ্যা দিয়েছেন বলেও জানান পররাষ্ট্র সচিব। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু তিনি জানাননি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘একটি মন্তব্যের কারণে নেতিবাচক পরিবেশের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ন্ত্রণের জন্য চীনের রাষ্ট্রদূতের পক্ষ থেকে একটি যেমন চেষ্টা থাকা দরকার তেমনি বাংলাদেশও বিষয়টি দ্রুততার সঙ্গে মিটিয়ে ফেলতে চাইবে।’

তিনি বলেন, অনেকে হয়তো ধারণা করতে পারে চীনের রাষ্ট্রদূত ‘উলফ ওয়ারিয়র’ ডিপ্লোমেসি করছে কিন্তু এ ধরনের আগ্রাসী কূটনীতি ভালো ফল বয়ে আনে না।

আরেক কর্মকর্তা জানান, চীন যদি এগিয়ে আসে তবে বাংলাদেশের পক্ষে বিষয়টি সহজ হবে। কারণ, আমাদের বড় উন্নয়ন অংশীদার হচ্ছে বেইজিং।

আরও পড়ুন:

'যুক্তরাষ্ট্র-ভারতের কোয়াডে থাকলে ঢাকা-বেইজিং সম্পর্ক খারাপ হবে'

চীনা রাষ্ট্রদূতের মন্তব্যে বিস্মিত কূটনীতিকরা

চীনের রাষ্ট্রদূত আগ বাড়িয়ে মন্তব্য করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে চীনের ‘উলফ ওয়ারিয়র’ ডিপ্লোমেসি

উল্লেখ্য, গত ১০ মে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক অনুষ্ঠানে বলেন, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত জোট কোয়াডে বাংলাদেশে যোগ দিলে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

রাষ্ট্রদূত বলেন, চীন মনে করে কোয়াড একটি চীনবিরোধী গ্রুপ এবং এই ৪ সদস্যবিশিষ্ট ক্লাবে যোগ দিলে এটি বাংলাদেশের জন্য ভালো হবে না। কারণ, এর ফলে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া