X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নিজেরাই দাম পাঁচ টাকা বাড়িয়ে দিলো

শফিকুল ইসলাম
১৩ মে ২০২১, ০৯:০০আপডেট : ১৪ মে ২০২১, ০৪:২০

খোলা ভোজ্যতেলের নৈরাজ্য শুরু হয়েছে বোতলজাতেও। অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির তোয়াক্কা না করে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে এ তথ্য।

অথচ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাসে এই জাতীয় কমিটি সয়াবিন তেলের দাম পুনঃনির্ধারণ করবে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন ১২২ টাকা, এক লিটারের বোতলজাত সয়াবিন ১৪৪ টাকা ও পাঁচ লিটারের বোতল ৬৮৫ টাকায় বিক্রি হওয়ার কথা। এ ছাড়া পাম সুপার তেল ১১৩ টাকায় বিক্রি হবে। রাজধানীর বাজারগুলোতে খুচরা ব্যবসায়ীদের প্রত্যেককেই এর চেয়ে বেশি দরে ভোজ্যতেল বিক্রি করতে দেখা গেছে।

এমন পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে গত ৩ মে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে তিন টাকা কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের দাবি ২০১৪ থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ভোজ্যতেলের বাজার স্থিতিশীল ছিল। গতবছরের জুনের পর থেকে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা যায়। যেহেতু মোট চাহিদার ৯৫ ভাগেরও বেশি আমদানি করতে হয়, তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে।

দাম বাড়ার কারণ নেই

এদিকে ভোজ্যতেলের দাম বাড়ানোর কারণ নেই বলে মনে করে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন। আমদানিকারকরা মনে করে দাম বাড়াতে হবে। কারণ বিশ্ববাজারে দাম বাড়ছে। তারা প্রতিলিটারে আরও পাঁচ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে।

১৯ এপ্রিল ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে চিঠি দিয়ে এ প্রস্তাব দেয়। কিন্তু কমিশন সিদ্ধান্ত নেওয়ার আগেই মিল-মালিকরা নিজেরা লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়ে দেয়।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতিলিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। কোম্পানিভেদে পাঁচ লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে ৬৮০-৬৯০ টাকায়। কাওরানবাজার, মালিবাগ ও কোনাপাড়া বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেলে লিটারপ্রতি ৫ টাকা মুনাফা করার সুযোগ কম। কারণ মাপতে গেলে অনেক তেল পড়ে যায়।

এদিকে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাজারে খোলা সয়াবিন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। 

ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সদস্য শাহ মো. আবু রায়হান আলবেরুনি জানিয়েছেন, ভোজ্যতেলের দাম কমতে শুরু করবে। কারণ আন্তর্জাতিক বাজারে পাম ও সয়াবিনের দাম স্থিতিশীল। সরকারের পক্ষ থেকেও আমদানির ওপর চার শতাংশ হারে অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। আবার মালয়েশিয়া ও ব্রাজিলে সংরক্ষণ মৌসুম শেষ। তাই বিশ্ববাজারেও দাম বাড়ার সুযোগ নেই।

অপরদিকে তীর ব্রান্ডের সয়াবিন তেল প্রস্তুতকারী ও দেশের ভোজ্যতেল উৎপাদনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান সিটি গ্রুপের ব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, ট্রেড এন্ড ট্যারিফ কমিশনকে অবহিত করেই লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছিল। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে রোজা ও ঈদ বিবেচনায় লিটারপ্রতি ৩ টাকা কমানো হয়েছে। বাজার এখন সেভাবেই চলছে।  

তবে তিনি আশঙ্কা করছেন, ভোজ্যতেলের দাম আরও বাড়াতে হবে। কারণ, আন্তর্জাতিক বাজারে এখনও প্রতিটন অপরিশোধিত সয়াবিনের দাম সাড়ে ১২ শ ডলারের ওপরে। তাদের কাছে কম দামে কেনা তেল নেই বলে জানান তিনি।

/এফএ/
সম্পর্কিত
ভোজ্যতেলে পুষ্টিমান সুরক্ষায় গুণগত প্যাকেজিং জরুরি
৪৫ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম নিম্নমুখী, বাংলাদেশে প্রভাব কতটা
সর্বশেষ খবর
চট্টগ্রাম কাস্টম কমিশনার সাময়িক বরখাস্ত, আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার সাময়িক বরখাস্ত, আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন