X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়ার প্রস্তাব পর্যালোচনা করছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ২০:২০আপডেট : ১৯ মে ২০২১, ২০:২০

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে ইসি সচিবালয়ের কর্মকর্তারা প্রতিবাদ জানিয়ে বুধবার (১৯ মে)  প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে স্মারকলিপি দিয়েছেন। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি পাওয়ার বিষয়টি জানিয়ে বলেছে, বিষয়টি নিয়ে তারা গভীরভাবে পর্যালোচনা করছে।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশর সভাপতি নুরুজ্জামান তালুকদার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসানুজ্জামান তালুকদারের সই করা  ইসির কাছে দেওয়া স্মারক লিপিতে বলা হয়, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসির অধীনে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম যেভাবে চলমান রয়েছে, তা অব্যাহত রেখে কীভাবে দ্রুত  সেবা নিশ্চিত করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে নুরুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, ‘আমরা সিইসিকে স্মারকলিপি দিয়েছি। সরকারের এমন সিদ্ধান্তের বিষয়টি তার জানা নেই বলে তিনি আমাদের জানিয়েছেন। কমিশনের সঙ্গে এ বিষয়ে সরকারের কোনও আলোচনা হয়নি বলেও তিনি (সিইসি) আমাদের নিশ্চিত করেছেন। বিষয়টি তিনি দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’

ইসির বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার অফিসার্স অ্যাসোসিয়েশনের স্মারক লিপিটি সভায় উপস্থাপন করেন। এই প্রেক্ষাপটে সরকারের এত বড় একটি সিদ্ধান্ত কেন কমিশন জানতে পারলো না, সে বিষয়ে কমিশনাররা প্রশ্ন তোলেন।

কমিশন সভা শেষে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বলেন, ‘আমাদেরকে কর্মকর্তারা জানিয়েছেন। কমিশন বসে বিষয়টি দেখেছেন এবং গভীরভাবে পর্যালোচনা করবেন বলে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আমি গভীরভাবে পর্যালোচনা করিনি। সে কারণে এ নিয়ে কোনও মন্তব্য করতে পারবো না। কমিশন সভায়ও এটি নিয়ে ডিটেইলস কোনও আলোচনা হয়নি।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা