X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মে ২০২১, ১৬:২৬আপডেট : ২৮ মে ২০২১, ১৭:৩৯

পোশাক কারখানার এক কর্মীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনিতে এ ঘটনা ঘটে। ভিকটিমের কাছ থেকে অভিযোগ পেয়ে শুক্রবার ভোরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতার তিন জন হলো– সাইফুর রহমান সুমন (২৮), মেহেদী হাসান জনি (৩২) ও মো. আলম (২৫)।

মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিকটিম পোশাককর্মীর কাছ থেকে অভিযোগ পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করে শেরশাহ এলাকা থেকে ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভিকটিম নারীর অভিযোগের বরাত দিয়ে থানা পুলিশ জানিয়েছে, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভিকটিম তার পূর্ব পরিচিত সালাউদ্দিন আহমদ মুন্নাসহ শেরশাহ কলোনির সরকারি কোয়ার্টারের সামনে সহকর্মীর সঙ্গে দেখা করতে যান। এ সময় সুমন ও জনি তাদের সামনে এসে ভিকটিম ও তার সহকর্মীকে আটক করে। পরে তার সহকর্মীকে মারধর শুরু করে। একপর্যায়ে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। তখন সহকর্মীটি হতভম্ব হয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি বিল্ডিং পরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। এরপর সুমন ও জনি ওই তরুণীর মুখ চেপে ধরে শেরশাহ কলোনি সরকারি কোয়ার্টারের ২নং বিল্ডিংয়ের নিচতলায় পরিত্যক্ত রুমে নিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে প্রথমে সুমন ও জনি তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় অপর আসামি আলম ঘটনাস্থলে চলে এসে দরজার বাইরে পাহারায় থাকে। দুই জন ধর্ষণ করার পর আলম ভিকটিমের সহকর্মীকে ধরে এনে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ঘটনাস্থলে তাদের পাশাপাশি দাঁড় করিয়ে মোবাইল ফোনে ছবি তুলে মারধর করে ছেড়ে দেয়।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বাড়ি ছাড়লেন মুরাদনগরের নির্যাতিত সেই নারী
মুরাদনগরে ধর্ষণ: চার জনের রিমান্ড শুনানি বৃহস্পতিবার
সুনামগঞ্জে ধর্ষণ মামলায় কারাগারে পুলিশ সদস্য
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক