X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খুলনার করোনা হাসপাতালে মৃত্যুর পরই মিলছে বেড

খুলনা প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১৫:৫৪আপডেট : ০৬ জুন ২০২১, ১৫:৫৪

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে সম্প্রতি শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। বেড়েছে আইসিইউ বেড। সংযোজন হয়েছে ১০টি এইচডিইউ বেড। করোনা আক্রান্তদের সুষ্ঠু সেবা দিতে এ চেষ্টা। তবে রোগীর চাপ সামলানো যাচ্ছে না। অবস্থা এমন দাঁড়িয়েছে কোনও রোগীর মৃত্যু না হলে নতুন রোগী বেড পাচ্ছেন না। অবস্থা সামাল দিতে করোনা হাসপাতালের দ্বিতীয় ইউনিট করার বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (৫ জুন) খুলনা করোনা হাসপাতালে চার জনের মৃত্যু হয়। এর আগে, শুক্রবার সন্ধ্যায় মাত্র ৪০ মিনিটের ব্যবধানে মারা যান দুই জন। আবার রাত সাড়ে ১১টার পর মাত্র ২০ মিনিটের ব্যবধানে মৃত্যু হয় দুই জনের। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ।

জানা যায়, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ২০টি আইসিইউ, ১০টি এইচডিইউ এবং রেডজোন ও ইয়োলো জোনে ৭০টি বেড রয়েছে। গত ৩০ মে থেকে পূর্ণাঙ্গরূপে ১০০ বেড নিয়ে যাত্রা শুরু করে হাসপাতালটি। এর আগে আইসিইউ’র মাত্র ১০টি বেড ছিল। কিন্তু পূর্ণাঙ্গ ১০০ বেড নিয়ে যাত্রা শুরুর পর থেকেই রোগীর পরিমাণ ঊর্ধ্বমুখী।

করোনা হাসপাতালের প্রতিদিনকার চিত্রে দেখা যায়, ৫ জুন সকালে ছিল ১১৩জন রোগী, ৪ জুন ছিল ১১০ জন, ৩ জুন ছিল ১১৫ জন, ২ জুন ছিল ১০৯ জন এবং ১ জুন ছিল ৯৯ জন। অর্থাৎ ১০০ বেডের এ হাসপাতালে অতিরিক্ত ২০টি বিছানা দিয়েও রোগীদের ঠাঁই দেওয়া যাচ্ছে না।

করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, কালিয়ার এক রোগী ৩১ মে ভর্তি হয়ে ৪ জুন ভোর ছয়টায় মারা যান। এছাড়া শরণখোলার একজন ৪ জুন ভর্তি হয়ে ৫ জুন সকালে, মোড়েলগঞ্জের এক রোগী ২৮ মে ভর্তি হয়ে ৫ জুন দুপুরে, খুলনা নগরীর রায়পাড়ার একজন ৫ জুন ভর্তি হয়ে ওইদিনই মৃত্যুবরণ করেন। অন্যদিকে যশোরের ঝিকরগাছার এক নারী রোগী ৪ জুন রাতে ভর্তি হয়ে ওই রাতে এবং নগরীর দৌলতপুরের এক রোগী ২৯ মে ভর্তি হয়ে ৪ জুন মৃত্যুবরণ করেন।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, ৫ জুন খুলনা ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষার পর ৪৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনারই ছিল ৩৯ জন। বাকি ১০ জনের মধ্যে বাগেরহাটের ৯ জন এবং বরিশালের ছিলেন একজন। এর আগের দিন ৩ জুন ৩৭৬টি নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা শনাক্ত হয়। যার শতকরা হার ছিল ২৯ ভাগ।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, বিভাগের ১০ জেলায় ৫ জুন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭৪২ জন, সুস্থ হয়েছেন ৩১ হাজার ৭৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬৬৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দফতরের দৈনন্দিন করোনা সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায়, খুলনা বিভাগে ৫ জুন ছয় জন, ৪ জুন চার জন, ৩ জুন তিন জন, ২ জুন পাঁচ জন এবং ১ জুন তিন জনের মৃত্যু হয়।

 

/টিটি/
সম্পর্কিত
আরও ৪৭ জনের করোনা শনাক্ত
করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৫৭
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
সর্বশেষ খবর
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা