X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে কমছে করোনা সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুন ২০২১, ২২:১০আপডেট : ০৬ জুন ২০২১, ২২:১০

বন্দর নগরী চট্টগ্রামে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। চলতি মাসের গত ছয় দিন ধারাবাহিকভাবে চট্টগ্রামে করোনা শনাক্তের হার কমেছে। সর্বশেষ রবিবার (৬জুন) চট্টগ্রামে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ৭২ জন।

সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সাতটি ল্যাবে ৭৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এই ৭২ জনের মধ্যে ৩৪ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা। বাকি ৮ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।’

এ নিয়ে চলতি মাসে গত ছয় দিনে মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৬৬২ জন। এর মধ্যে গত ১ জুন করোনা শনাক্ত হয় ১৩৫ জন। পরদিন ২ জুন ১৩৭ জন, ৩ জুন ১১১ জন, ৪ জুন ১১০ জন এবং ৫ জুন ৯৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রবিবার গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩২৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চমেক ল্যাবে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৪টি নমুনা পরীক্ষা করে ১১ জন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি হাসপাতালের মধ্যে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২০টি নমুনা পরীক্ষা করে ৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষা করে ৬ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৮টি নমুনা পরীক্ষা করে ২ জন শনাক্ত হন।

প্রসঙ্গত, গত বছরের ৪ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্তের পর এই পর্যন্ত চট্টগ্রামে ৫৪ হাজার ৩২ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪২ হাজার ৯১৩ জন চট্টগ্রাম নগরীর, বাকি ১১ হাজার ১১৯ জন চট্টগ্রামের ১৪টি উপজেলার বাসিন্দা। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬২৭ জন। এর মধ্যে ৪৪৮ জন নগরীর, বাকি ১৭৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৬ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন