জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। বৃহস্পতিবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
পরে শ্রমিকরা একটি মিছিল নিয়ে জাতীয় সংসদ অভিমুখে এগিয়ে যেতে চাইলে কদমফুল ফোয়ারার কাছে তাদের আটকে দেয় পুলিশ। বাধার মুখে মিছিল শেষ করে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি পেশ করতে যায়।
বিক্ষোভ থেকে প্রস্তাবিত বাজেটে পোশাক শ্রমিকদের রেশন, চিকিৎসা ও বাসস্থানের জন্য অর্থ বরাদ্দের দাবি জানানো হয়।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কার্যকরি সভাপতি কাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক জলি তালুকদার, সহ-সভাপতি ইদ্রিস আলী, শ্রমিক নেতা সাদেকুর রহমান শামীম, জিয়াউল কবীর খোকন, এম এ শাহীন, সাইফুল আল মামুন, মঞ্জুর মঈন ও জয়নাল আবেদীন প্রমুখ।