X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ভ্যাকসিন নিচ্ছেন সেই রামদেব

বিদেশ ডেস্ক
১২ জুন ২০২১, ১৯:৩৬আপডেট : ১২ জুন ২০২১, ১৯:৩৬

অবশেষে কোভিড ভ্যাকসিন নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় যোগগুরু বাবা রামদেব। জানিয়েছেন, শিগগিরই টিকা নেবেন তিনি। অন্যরাও যেন ভ্যাকসিনের উভয় ডোজ নেওয়া নিশ্চিত করে। কিছুদিন আগেই অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে অবজ্ঞা প্রকাশ করা রামদেব এদিন চিকিৎসকদের ভগবানের দূত হিসেবে আখ্যায়িত করেন।

সম্প্রতি চিকিৎসকদের সমালোচনা করে এবং আধুনিক ওষুধ ও ভ্যাকসিন নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন রামদেব। এক পর্যায়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর পক্ষ থেকে দাবি করা হয়, অ্যালোপ্যাথি ওষুধ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে করা রামদেবের অভিযোগ মেনে নিয়ে ভারত থেকে আধুনিক চিকিৎসা ব্যবস্থা তুলে দেওয়া হোক। অন্যথায় মহামারি আইন প্রয়োগ করে তার বিরুদ্ধে মামলা করা হোক। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে এবার তার মুখেই শোনা গেলো টিকার জয়ধ্বনি। একইসঙ্গে চিকিৎসকদেরও ‘ঈশ্বরের দূত’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

রামদেব বলেন, সবাই কোভিড ভ্যাকসিনের দুইটি করে ডোজ নিন। এর পাশাপাশি ইয়োগা ও আয়ুর্বেদ প্র্যাকটিস করুন। এগুলো সম্মিলিতভাবে এমন একটি শক্তিশালী সুরক্ষা দেবে যে, ভারতে করোনার কারণে একজনও মারা যাবে না।

ভারতের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ভ্যাকসিন দেওয়ার মোদি সরকারের ঘোষণাকেও স্বাগত জানান বহু আলোচনার জন্ম দেওয়া এই যোগগুরু।

ভক্তদের কাছে বাবা রামদেব হিসেবে পরিচিত হলেও তার প্রকৃত নাম রাম কিষাণ যাদব। গত মাসে এক ভিডিওতে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং অ্যালোপ্যাথ চিকিৎসকদের নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। এতে রামদেবকে বলতে শোনা যায়, ‘চিকিৎসা বা অক্সিজেন না পেয়ে যত মানুষ মারা গেছে তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গেছে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে। অ্যালোপ্যাথি এক দেউলিয়া হয়ে যাওয়া বিজ্ঞান।’

করোনা মহামারির মধ্যে এই ভিডিও সামনে আসায় প্রবল সমালোচনার মুখে পড়েন রামদেব। তাকে আইনি নোটিস পাঠায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সংস্থাটির দাবি, রামদেব নিজের সংস্থার বিভিন্ন পণ্যের বিষয়ে মিথ্যা প্রচার চালিয়ে মানুষজনকে বিভ্রান্ত করেন। পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি সবাইকে বোকা বানিয়ে যে কোনও উপায়ে অর্থ উপার্জনের পথ খুঁজছেন। পরে রামদেবের ব্যবসা প্রতিষ্ঠান পতঞ্জলির তরফে একটি ব্যাখ্যা হাজির করা হয়। এতে বলা হয়, রামদেব ওই অনুষ্ঠানে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পড়ছিলেন। ভিডিওটি এডিট করে প্রসঙ্গ বাদ দিয়ে তার মন্তব্যটি তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, রামদেব প্রধানত যোগগুরু হিসেবে পরিচিত হলেও তার প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন পণ্য ভারতে জনপ্রিয়। তিনি দাবি করেন, প্রাচীন হিন্দু রীতিতে তৈরি তার ওষুধ, প্রসাধনী ও খাদ্য সামগ্রী ভেষজ গুণসম্পন্ন।

/এমপি/
সম্পর্কিত
আফগান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল