X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ভারতে করোনায় আরও এক সিংহের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০২১, ০২:৪০আপডেট : ১৭ জুন ২০২১, ০২:৪০

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক সিংহের মৃত্যু হয়েছে। ১৬ জুন বুধবার সকালে তামিলনাড়ুর আরিগনার আন্না চিড়িয়াখানায় সিংহটির মৃত্যু হয়। গত ৩ জুন তার কোভিড শনাক্ত হয়েছিল।

জুনের গোড়ার দিকেই এই একই চিড়িয়াখানায় করোনায় আক্রান্ত হয়ে নীলা নামের ৯ বছরের একটি সিংহী মারা যায়। অর্থাৎ, এক মাসেরও কম সময়ের মধ্যে সেখানে করোনায় দুই সিংহের মৃত্যু হলো। সেখানকার ১৪টির সিংহের মধ্যে সাতটিই সংক্রমিত হয়েছে বলে জানা গেছে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সকালে মারা যাওয়া সিংহটির বয়স হয়েছিল ১২ বছর।

করোনায় আক্রান্ত হওয়ার পর সিংহটি ইন্টেনসিভ চিকিৎসায় ছিল বলে অফিসিয়াল এক বিবৃতিতে জানানো হয়েছে। গত ৩ জুন ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই-সিকিউরিটি অ্যানিমল ডিজিজেস-এর তরফে তামিলনাড়ুর চিড়িয়াখানায় একটি রিপোর্ট পাঠানো হয়। তাতে জানানো হয়, সিংহটি করোনায় আক্রান্ত।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আক্রান্ত সিংহগুলোর মধ্যে তিনটি খুব ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছিল। যদিও তামিলনাড়ু ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমল সায়েন্সেস ইউনিভার্সিটির বিশেষজ্ঞ এবং চিড়িয়াখানার চিকিৎসকরা সব চেষ্টা করে চলেছেন।

এদিকে চিড়িয়াখানায় পশুদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সতর্ক হয়ে উঠেছে কর্তৃপক্ষ। সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না পড়ে সেজন্য মরিয়া চেষ্টা করছেন তারা। পার্কের তরফে থার্মাল স্ক্যানিং শুরু করা হয়েছে। চিড়িয়াখানার কর্মীদের টিকাদান প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে। প্রাণীদের জন্য যে বেষ্টনী রয়েছে সেটি স্যানিটাইজের ব্যবস্থা করা হয়েছে। কর্মীদের পিপিই কিট পরা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রসঙ্গত, চিড়িয়াখানার রোজগারে থাবা বসিয়েছে এই মহামরি পরিস্থিতি। দর্শকদের কাছে টিকিট বিক্রি করে যে আয় হয়, তা থেকেই রোজগার হয় চিড়িয়াখানার। যদিও সংক্রমণের কারণে তা ব্যাহত হচ্ছে। ক্যাজুয়াল শ্রমিকদের মজুরিসহ বিভিন্ন খরচের টাকা আসে এই টিকিটের দাম থেকে। সূত্র: এবিপি লাইভ।

/এমপি/
সম্পর্কিত
আফগান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
আইএস নেটওয়ার্ক ভেঙে দিলো মালয়েশিয়া, জড়িত বাংলাদেশি শ্রমিকরা
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
সর্বশেষ খবর
সিরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সিরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন