X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

কাবুল বিমানবন্দরে তুরস্কের উপস্থিতি গুরুত্বপূর্ণ: আফগান কর্মকর্তা

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২১, ২৩:১৯আপডেট : ২০ জুন ২০২১, ২৩:১৯

আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন-এর প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, বিদেশি সেনা প্রত্যাহারে যে শূন্যতা তৈরি সেটির ফায়দা নিতে চাইছে তালেবান। তাই কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্কের উপস্থিতি গুরুত্বপূর্ণ। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।

১১ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনারা চলে যাওয়ার পর কাবুলের পরিস্থিতি কী দাঁড়াবে সেটি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিমানবন্দর ও বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরইমধ্যে অস্ট্রেলিয়া কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। অন্যদিকে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তুরস্ক। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রেরও সায় আছে বলে জানা গেছে। তবে এক বিবৃতিতে তালেবান তুরস্কের প্রস্তাবের বিরোধিতা করেছে। তারা বলেছে,  মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে সামরিক উপস্থিতি বজায় রাখার ‘কোনও আশা’ রাখা উচিত নয়। দূতাবাস ও বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা আফগানদেরই দায়িত্ব।

আনতালিয়া কূটনৈতিক ফোরামের আলোচনায় যোগ দেওয়া আফগান কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, কাবুল বিমানবন্দর নিয়ে এখন আমরা যে কথা বলছি  তা হলো- যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনা প্রত্যাহারের পর এর নিরাপত্তা নিয়ে তুরস্কের সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।

তিনি বলেন, পাকিস্তান সরকারের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে। তারাও বিষয়টিতে সম্মতি দিয়েছে। যদিও তুরস্ক ও পাকিস্তান সরকারের মধ্যে বিষয়টির বিস্তারিত নির্দিষ্ট হয়নি। ব্যক্তিগতভাবে আফগান নাগরিক হিসেবে আমি মনে করি কাবুল বিমানবন্দরের দায়িত্ব যদি তুরস্ক নেয় তা হবে গুরুত্বপূর্ণ।

এর আগে আফগানিস্তানকে বিশ্বের প্রবেশ পথ উল্লেখ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু রবিবার বলেছেন, বিমানবন্দরটির নিরাপত্তা ও কার্যক্রম আফগানিস্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু আফগানিস্তানের জন্য নয়, তুরস্কসহ সেখানকার কূটনৈতিক মিশনগুলোর জন্যও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আফগান প্রশাসনও চায় তুরস্ক থাকুক। আমরা সব সময় বলে আসছি যে, যতক্ষণ তাদের প্রয়োজন হবে আমরা আফগানিস্তানে থাকব। সূত্র: ডেইলি সাবাহ

/এএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক