X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কাবুল বিমানবন্দরে তুরস্কের উপস্থিতি গুরুত্বপূর্ণ: আফগান কর্মকর্তা

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২১, ২৩:১৯আপডেট : ২০ জুন ২০২১, ২৩:১৯

আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন-এর প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, বিদেশি সেনা প্রত্যাহারে যে শূন্যতা তৈরি সেটির ফায়দা নিতে চাইছে তালেবান। তাই কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্কের উপস্থিতি গুরুত্বপূর্ণ। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।

১১ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনারা চলে যাওয়ার পর কাবুলের পরিস্থিতি কী দাঁড়াবে সেটি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিমানবন্দর ও বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরইমধ্যে অস্ট্রেলিয়া কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। অন্যদিকে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তুরস্ক। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রেরও সায় আছে বলে জানা গেছে। তবে এক বিবৃতিতে তালেবান তুরস্কের প্রস্তাবের বিরোধিতা করেছে। তারা বলেছে,  মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে সামরিক উপস্থিতি বজায় রাখার ‘কোনও আশা’ রাখা উচিত নয়। দূতাবাস ও বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা আফগানদেরই দায়িত্ব।

আনতালিয়া কূটনৈতিক ফোরামের আলোচনায় যোগ দেওয়া আফগান কর্মকর্তা আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, কাবুল বিমানবন্দর নিয়ে এখন আমরা যে কথা বলছি  তা হলো- যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনা প্রত্যাহারের পর এর নিরাপত্তা নিয়ে তুরস্কের সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।

তিনি বলেন, পাকিস্তান সরকারের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে। তারাও বিষয়টিতে সম্মতি দিয়েছে। যদিও তুরস্ক ও পাকিস্তান সরকারের মধ্যে বিষয়টির বিস্তারিত নির্দিষ্ট হয়নি। ব্যক্তিগতভাবে আফগান নাগরিক হিসেবে আমি মনে করি কাবুল বিমানবন্দরের দায়িত্ব যদি তুরস্ক নেয় তা হবে গুরুত্বপূর্ণ।

এর আগে আফগানিস্তানকে বিশ্বের প্রবেশ পথ উল্লেখ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু রবিবার বলেছেন, বিমানবন্দরটির নিরাপত্তা ও কার্যক্রম আফগানিস্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু আফগানিস্তানের জন্য নয়, তুরস্কসহ সেখানকার কূটনৈতিক মিশনগুলোর জন্যও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আফগান প্রশাসনও চায় তুরস্ক থাকুক। আমরা সব সময় বলে আসছি যে, যতক্ষণ তাদের প্রয়োজন হবে আমরা আফগানিস্তানে থাকব। সূত্র: ডেইলি সাবাহ

/এএ/
সম্পর্কিত
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
সর্বশেষ খবর
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট