X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রেল স্টেশনে দ্রুত বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের তাগাদা সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৮:২৩আপডেট : ২২ জুন ২০২১, ১৮:২৩

দেশের সব রেলওয়ে স্টেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের তাগাদা দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (২২ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিকৃতি স্থাপনের তাগাদা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে স্টেশনগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে বলেছি।’

তিনি বলেন, ‘কোনও ভাস্কর্য নয়, এটি হবে প্রতিকৃতি। স্টেশনগুলোর দেয়ালে সিরামিক দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি (ছবি) তৈরি করা হবে।

এর আগে ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিটির বৈঠকে মুজিববর্ষ উপলক্ষে দেশের রেলওয়ে স্টেশনগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করা হয়েছিল।

জানা গেছে, মঙ্গলবারের বৈঠকে স্টেশনগুলোতে কীভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি হবে, তা নিয়ে পর্যালোচনা করা হয়। এসময় সারাদেশে নির্মিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে যেভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে, সেটি নিয়ে আলোচনা হয়। পরে কমিটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের প্রতিকৃতি যে সিরামিক দিয়ে তৈরি করা হয়েছে, তা পর্যালোচনা করে প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করে।

এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পর্যালোচনা করে রেল স্টেশনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করে কমিটি।

বৈঠকে কমিটির জরাজীর্ন রেলওয়ে স্টেশনগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার সুপারিশ ককরা হয়েছে।

কমিটি রেলওয়ের কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনে অন্যান্য মন্ত্রণালয় বা অধিদফতরে বিদ্যমান কমিটির গঠন পর্যালোচনার সুপারিশ করে।  চট্টগ্রামের পাহাড়ে রেলওয়ের জায়গায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা