X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রেল স্টেশনে দ্রুত বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের তাগাদা সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৮:২৩আপডেট : ২২ জুন ২০২১, ১৮:২৩

দেশের সব রেলওয়ে স্টেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের তাগাদা দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (২২ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিকৃতি স্থাপনের তাগাদা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে স্টেশনগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে বলেছি।’

তিনি বলেন, ‘কোনও ভাস্কর্য নয়, এটি হবে প্রতিকৃতি। স্টেশনগুলোর দেয়ালে সিরামিক দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি (ছবি) তৈরি করা হবে।

এর আগে ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিটির বৈঠকে মুজিববর্ষ উপলক্ষে দেশের রেলওয়ে স্টেশনগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করা হয়েছিল।

জানা গেছে, মঙ্গলবারের বৈঠকে স্টেশনগুলোতে কীভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি হবে, তা নিয়ে পর্যালোচনা করা হয়। এসময় সারাদেশে নির্মিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে যেভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে, সেটি নিয়ে আলোচনা হয়। পরে কমিটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের প্রতিকৃতি যে সিরামিক দিয়ে তৈরি করা হয়েছে, তা পর্যালোচনা করে প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করে।

এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পর্যালোচনা করে রেল স্টেশনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করে কমিটি।

বৈঠকে কমিটির জরাজীর্ন রেলওয়ে স্টেশনগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার সুপারিশ ককরা হয়েছে।

কমিটি রেলওয়ের কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনে অন্যান্য মন্ত্রণালয় বা অধিদফতরে বিদ্যমান কমিটির গঠন পর্যালোচনার সুপারিশ করে।  চট্টগ্রামের পাহাড়ে রেলওয়ের জায়গায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ডেমু ট্রেনের সরবরাহকারীদের তলব করলো সংসদীয় কমিটি
বিটিভির তিন জেলা প্রতিনিধি পরিবর্তনের সুপারিশ, কনটেন্ট নিয়েও আলোচনা
প্রাণিসম্পদ অধিদফতরের দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক