X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে করোনায় আরও ৫ মৃত্যু

শেরপুর প্রতিনিধি
৩০ জুন ২০২১, ০০:৩৯আপডেট : ৩০ জুন ২০২১, ০০:৩৯

শেরপুর জেলায় ক্রমেই করোনা পরিস্থিতির অবনতির হচ্ছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে পাওয়া সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন। করোনা ফোকাল পারসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২৮ জন। এর মধ্যে শুধু জুন মাসেই ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে শহরের খরমপুর ও নকলা উপজেলায় মারা গেছেন ২ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। তারা হলেন সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের দাড়িয়াখিলা গ্রামের সোহাগ মিয়া (২৬), নালিতাবাড়ী উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ মাস্টার (৭০) এবং একই উপজেলার যোগানিয়া ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামের মাহফুজুল হক (৩৮)। এছাড়া মঙ্গলবার সকালে কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামের নুরুজ্জামান (৩৫) এবং ধলা ইউনিয়নের পাঞ্জরভাঙা এলাকার হারেজ আলী (৬৫) করোনা আক্রান্ত হয়ে মারা যান।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৮৩ জন। সুস্থ হয়েছেন ৮৩৪ জন। বর্তমানে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫২৭ জন। এর মধ্যে জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৮ জন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, শেরপুরে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। যেভাবে করোনা রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, এ অবস্থা চলতে থাকলে অন্য সাধারণ রোগীদের চিকিৎসাসেবা অসম্ভব হয়ে পড়বে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানায় সাধারণ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন।

সবাইকে সচেতন হওয়া, মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা