X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিদেশি হিট স্কোয়াড প্রেসিডেন্টকে খুন করেছে: হাইতি পুলিশ

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২১, ১৮:০৭আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৮:০৭
image

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে ২৮ জনের বিদেশি ভাড়াটে খুনিদের একটি দল হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। রাজধানী পোর্ট-আউ-প্রিন্সের একটি বাড়িতে বন্দুকযুদ্ধের পর এই খুনিদের বেশিরভাগকেউ গ্রেফতার করা হয়েছে। ভাড়াটেদের মধ্যে কলম্বিয়ার এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যও রয়েছে। বৃহস্পতিবার খুনি হিসেবে আটক এসব ভাড়াটেদের রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির করা হয়। পাশাপাশি দেখানো হয় জব্দকৃত অস্ত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ক্যারিবীয় দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি গত বুধবার রাতে নিজ বাড়িতে খুন হন। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ জানান,স্থানীয় সময় বুধবার ভোর রাতে একদল অজ্ঞাত ব্যক্তি প্রেসিডেন্টের বেসরকারি বাসভবনে হামলা চালিয়ে তাকে গুলি চালিয়ে হত্যা করে। হামলায় গুরুতর আহত ফার্স্টলেডিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার করে পুলিশ। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়। এছাড়া আরও আট জন পালিয়ে যায়। পুলিশ বলছে, হামলার নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডের খোঁজ অব্যাহত রেখেছেন তারা।

হাইতির পুলিশ বলছে, প্রেসিডেন্টকে হত্যার হিট স্কোয়াডে কলম্বিয়ার ১৫ নাগরিক ছাড়াও হাইতিয়ান বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিকও ছিলো। খুনিদের গ্রেফতারের তল্লাশি অভিযানে যোগ দেয় ক্ষুব্ধ বেসামরিক মানুষও।

ওই অভিযানে যোগ দেওয়া এক ব্যক্তি বলেন, ‘আমরা হাইতির মানুষ হতভম্ব হয়ে পড়েছি, এটা মেনে নেওয়া যায় না। আমরা সাহায্য করতে প্রস্তুত কারণ এর পেছনে কারা আছে, তাদের নাম, তাদের ব্যাকগ্রাউন্ড আমাদের জানা প্রয়োজন যাতে করে বিচার বিভাগ তার কাজ করতে পারে।’

ক্ষুব্ধ মানুষ পরে সন্দেহভাজন তিনটি গাড়ি পুড়িয়ে দেয়। প্রমাণও নষ্ট করে ফেলে। জনগণকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ প্রধান।

/জেজে/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!