X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

ভারতের কাছে সামরিক সহায়তা চাইতে পারে আফগানিস্তান: রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২১, ২১:২৮আপডেট : ১৩ জুলাই ২০২১, ২২:০১
image

পরিবর্তিত পরিস্থিতিতে তালেবানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তান সরকার ভারতের কাছে সামরিক সহায়তা চাইতে পারে। ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মঙ্গলবার এ তথ্য জানান। তবে তিনি জানান, সেনা পাঠানো নয় বরং প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা চাওয়া হতে পারে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার মধ্যে দ্রুতগতিতে দেশটির নতুন নতুন এলাকার নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে তালেবান। তা সত্ত্বেও আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। দোহায় চলমান ওই শান্তি আলোচনা বর্তমানে খানিক বিবর্ণ হয়ে উঠেছে। আর তালেবানরা এখন পূর্ণাঙ্গ সামরিক বিজয় চাইছে বলেই ধারণা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুনদাজাই বলেন, ‘আমরা যেহেতু তালেবানের সঙ্গে সাজানো শান্তি প্রক্রিয়া চাই না, সেহেতু এমন একটা সময় আসবে যখন আমরা সামনের বছরগুলোতে ভারতের কাছে সামরিক সহায়তা চাইবো।’ তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা ভারতের কাছে আফগানিস্তানে সেনা পাঠানোর সহায়তা চাইবো না। আমাদের যুদ্ধ করে দিতে এই মুহূর্তে তাদের আর সেনা পাঠানোর দরকার পড়বে না।’

উদাহরণ হিসেবে আফগান দূত বলেন, তার দেশের বিমান বাহিনীর সহায়তা প্রয়োজন। পাইলটদের প্রশিক্ষণ ছাড়াও বিভিন্নভাবে এই সহযোগিতা চাওয়া হতে পারে। তিনি বলেন, ভারত আমাদের দুটি উপায়ে সহায়তা করতে পারে। একটি হলো আমাদের সামরিক প্রশিক্ষণ। আরেকটি হলো আমাদের ক্যাডেটদের জন্য বৃত্তির ব্যবস্থার মধ্য দিয়ে।

বেসামরিক খাতে বর্তমানে বছরে এক হাজার আফগান শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে ভারত। প্রায় ২০ হাজার আফগান শিক্ষার্থী বর্তমানে ভারতে পড়াশোনা করছে। এছাড়া আফগানিস্তানের নতুন পার্লামেন্ট ভবন, বাঁধসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে সহায়তা দিচ্ছে ভারত।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সড়কের মাঝখানে একাধিক গাছ!
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ