X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নবাবগঞ্জের তিন ‌‘নবাব’

হালিম আল রাজী, হিলি
১৪ জুলাই ২০২১, ১৫:৩৩আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৫:৩৩

দিনাজপুরের নবাবগঞ্জে ঈদুল আজহাকে ঘিরে ক্রেতাদের আকর্ষণ বাড়াচ্ছে ‘রাজা’, ‘বাদশা’ ও ‘বাহাদুর’। ৪০ মণ ওজনের বাহাদুরের দাম হাঁকা হচ্ছে ২০ লাখ টাকা। ৩৭ মণের রাজার দাম ১৮ লাখ ও ২৮ মণের বাদশার জন্য চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। তবে বর্তমান পরিস্থিতিতে কাঙ্ক্ষিত দামে বিক্রি হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিক্রি হোক না হোক, ষাঁড়গুলোকে একনজর দেখতে খামারটিতে ভিড় লেগেই আছে।

নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর গ্রামের জিয়াউর রহমান মানিক তার খামারে তিনটি ষাঁড় বড় করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি জানান, পাঁচ বছর আগে প্রাণিসম্পদ থেকে বীজ সংগ্রহ করেন তিনি। এরপর নিজস্ব গাভির মাধ্যমে খামারে জন্ম হয় ফ্রিজিয়ান জাতের ৩টি ষাঁড়ের।

নবাবগঞ্জের তিন ‌‘নবাব’ তিনি বলেন, ‘পাঁচ বছর ধরে এগুলোকে বড় করে আসছি শুধু এই কোরবানিতে বিক্রি করবো বলে। এদের মধ্যে বাহাদুরের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, লম্বায় ৭ ফুট ৮ ইঞ্চি। রাজার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি ও লম্বায় ৭ ফুট ২ ইঞ্চি। বাদশার উচ্চতা ৫ ফুট, লম্বায় ৭ ফুট। কোনও হরমোন বা ট্যাবলেট খাওয়াইনি এদের। দেশীয় খাবার ও ফলমূল দিয়েছি।’

উপজেলায় তার ষাঁড়গুলোই সবচেয়ে বড় বলে দাবি মানিকের। জানালেন, ‘এবার বিক্রি না হলে ক্ষতি হবে অনেক। সপ্তাহে তিনটি গরুর জন্য ১২-১৩ হাজার টাকা খরচ হচ্ছে। এ খরচ চালিয়ে যাওয়া সম্ভব নয়। প্রথম দিকে খরচ কিছুটা কম হলেও গত দেড় বছর ধরে বেশি হচ্ছে। গরু তিনটির পেছনে এ পর্যন্ত ২০ লাখ টাকা খরচ হয়েছে। সেই সঙ্গে পরিশ্রম ও আনুষাঙ্গিক খরচ তো আছেই। আশা রাখছি এই ঈদে গরু তিনটি নিয়ে ঢাকায় যেতে পারবো। অনেকেই বলছে তারা নিবে, তাদের শর্ত হলো গরু নিয়ে আসতে হবে ঢাকায়।’

খামারে কর্মরত পুষ্পারানী ও আব্দুস সামাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখানে গরুর খাওয়ানো, গোসল করানো সব করি। নিজেদের আবাদ করা ঘাস খাওয়ানো হয় এগুলোকে। এ ছাড়া খড়, খৈল, ধানের গুড়া, ভুষি দিই। এরা আবার পাকা আম, কলা, মাল্টা, কমলা এসবও খায়।’

নবাবগঞ্জের তিন ‌‘নবাব’ গরু দেখতে আসা লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এত বড় গরু আগে দেখিনি। এ সাইজের গরু নবাবগঞ্জ উপজেলায় কেন, গোটা দিনাজপুরেও নেই মনে হয়।’

নবাবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. শফিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গরুগুলো ফ্রিজিয়ান জাতের। যতদূর জানি কোনও ওষুধ ছাড়াই এগুলোকে মোটাতাজা করা হয়েছে। আমাদের মাঠকর্মীরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ করছে। পরামর্শ দিচ্ছে। গরুগুলো আমাদের এই অঞ্চলে বিক্রি হওয়ার সম্ভাবনা কম। ঢাকা অথবা বিভাগীয় শহরগুলোতে পাঠাতে হবে। প্রয়োজনে বিক্রির জন্য অনলাইন প্লাটফর্মের সহায়তা নেওয়া হবে। এ ছাড়া ঢাকায় কিভাবে পাঠাতে পারি সেটা নিয়েও ভাবছি। ট্রেনে করে পাঠানো যায় কিনা দেখবো।’ 

/এফএ/
সম্পর্কিত
হিলিতে প্রথমবার কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা
বঙ্গবন্ধুর জন্মদিনে দুই স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
কাউন্সিলরকে মারধরের আসামি গ্রেফতার, একদিন পর নাগরিক সেবা চালু
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়