X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হজের আগে সৌদি আরবে করোনার ভুয়া পরীক্ষা ও টিকা চক্র গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২১, ২৩:৪৫আপডেট : ১৫ জুলাই ২০২১, ২৩:৪৫

কঠোর নিয়ন্ত্রিত হজ শুরু হওয়ার মাত্র দুইদিন আগে করোনাভাইরাস পরীক্ষা ও টিকার একটি চক্রে জড়িত ১২০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, এই চক্রটি ভুয়া টিকা ও পরীক্ষার জাল প্রতিবেদন সরবরাহ ও কেনাকাটায় জড়িত। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

এসপিএ জানায়, এই চক্রে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৯জন কর্মকর্তাও রয়েছেন। গ্রেফতারকৃতরা অভিযোগ স্বীকার করেছে।

করোনা মহামারিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হজে এবার টিকা নেওয়ার সনদধারী প্রায় ৬০ হাজার মানুষ অংশগ্রহণ করবেন।

করোনার ভুয়া সনদ বিক্রির জন্য চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে। তারা সংক্রমণের অবস্থা পরিবর্তন, টিকা নেওয়ার অবস্থা- এক ডোজ নাকি দুই ডোন নিয়েছেন সেটির সনদ দেওয়া হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ২১ জন এই জালিয়াতিতে মধ্যস্থতাকারী হিসেবে অভিযুক্ত। এদের মধ্যে সৌদি আরবের নাগরিক ৯ জন এবং ১২ জন দেশটির বাসিন্দা। এই বেআইনি সেবা গ্রহীতাদের মধ্যে ৭৬ জন নাগরিক ও ১৬ জন বাসিন্দা।

জুলাই মাসে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয়, একই ধরনের জালিয়াতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাসহ বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু হলেও সন্দেহভাজনের সংখ্যা প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সৌদি আরবে দুই কোটি ১০ লাখ মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন।  

বুধবার দেশটিতে নতুন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ২২৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪ হাজার ৯৬০ জন এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ২০ জন।

সৌদি আরবের স্বাস্থ্যবিধি অনুসারে, আগস্ট পর্যন্ত শুধু টিকা নেওয়া ব্যক্তিরা সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্রে প্রবেশ বা গণপরিবহন ব্যবহার করতে পারেন। এছাড়া সরকারি ও বেসরকারি খাতে কর্মরত কর্মীরা শুধু টিকা নিলেই কাজে যোগদান করতে পারবে।

/এএ/
সম্পর্কিত
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
সর্বশেষ খবর
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া