X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভুল সিগন্যালে ট্রেনের ধাক্কায় দুই কিমি গড়িয়ে গেলো ১০টি ওয়াগন

যশোর প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১১:৫৭আপডেট : ১৭ জুলাই ২০২১, ১১:৫৭

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ১০টি ওয়াগনকে ধাক্কা দিয়েছে মালবাহী একটি ট্রেন। এতে মালবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত এবং দাঁড়িয়ে থাকা ফ্লাই অ্যাশ বোঝাই ১০টি ওয়াগন প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়।

শনিবার ভোর সোয়া ৪টার দিকে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস এবং চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন প্রায় তিন ঘণ্টা আটকে থাকে।

নওয়াপাড়া রেলস্টেশন সূত্র জানায়, ভোরে স্টেশনের সামনে দুই নম্বর লাইনে ভারত থেকে আসা ফ্লাই অ্যাশ বোঝাই ১০টি ওয়াগন দাঁড়িয়ে ছিল। ওয়াগনগুলোতে কোনও ইঞ্জিন সংযোগ ছিল না। এ সময় যশোর সদরের সিঙ্গিয়া থেকে একটি মালবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। ভুল সিগন্যালের কারণে মালবাহী ট্রেনটি দুই নম্বর লাইনে ঢুকে দাঁড়িয়ে থাকা ওয়াগনগুলোকে ধাক্কা দেয়।

এতে মালবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে ৩ নম্বর লাইনের ওপর গিয়ে পড়ে। একই সঙ্গে দাঁড়িয়ে থাকা ওয়াগনগুলো চলতে শুরু করে। প্রায় দুই কিলোমিটার দূরে উপজেলার তালতলায় গিয়ে ওয়াগনগুলো থেমে যায়। খুলনা থেকে রিলিফ ট্রেন এনে ওয়াগনগুলো স্টেশনে ফিরিয়ে আনতে এবং লাইনচ্যুত খালি ওয়াগন দুটি উদ্ধারের কাজ শুরু হয়। সকাল ৮টার দিকে স্টেশনের ৩ নম্বর লাইন স্বাভাবিক হয়।

নওয়াপাড়া রেলস্টেশনের মাস্টার বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
দুর্ঘটনার কারণে খুলনাগামী দুটি ট্রেন আটকে ছিল। লাইন ক্লিয়ার করার পর সকাল ৮টার দিকে ট্রেন দুটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
রাজধানীতে বাস, ট্রেন ও সিএনজির ধাক্কায় প্রাণ গেলো ৩ জনের
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত আনু মুহাম্মদ
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!