X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ভারত সীমান্তের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: অমিত শাহ

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০২১, ১৮:০৭আপডেট : ১৭ জুলাই ২০২১, ২৩:৪৭

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তার দেশের সীমান্তের দিকে অন্য কোনও দেশ চোখ তুলে তাকাতে পারবে না। শনিবার বিএসএফের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

অমিত শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে পর্যন্ত দেশে কোনও আলাদা প্রতিরক্ষা নীতি ছিল না। তখন পররাষ্ট্র নীতির আলোকেই প্রতিরক্ষা নীতি নির্ধারিত হতো। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। আর এখন ভারতের সীমান্তকে কেউ চ্যালেঞ্জ জানাতে পারে না।’

তিনি বলেন, ‘পাকিস্তানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবটের প্রয়োগের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে। বর্তমানে পাকিস্তানি জঙ্গিরা এসব প্রযুক্তি ব্যবহার করছে। এটা শুধু ড্রোনের ব্যবহারে সীমাবদ্ধ নয়।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি সেসব জওয়ানদের স্যালুট করি যারা আত্মবলিদান দিতে প্রস্তুত। এই বীর যোদ্ধাদের আমরা কখনও ভুলতে পারি না। বিএসএফ-এর জন্যই ভারত গর্বের সঙ্গে বিশ্ব মানচিত্রে স্থান করে রয়েছে।'

বছরখানেক আগে লাদাখে চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডের ঠিক কতটা ভেতরে ঢুকে পড়েছে, সেটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি দিল্লি। যদিও এ নিয়ে রাজনৈতিক বিতর্ক হয়নি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, চীনারা লাদাখে ঢুকে ভারতের জমি দখল করে নিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি নিয়ে কোনও কথা বলেননি। লাদাখে কোনও সমাধান না মিলতেই গত কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মিরের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং সীমান্তে দেখা যাচ্ছে ড্রোন। এমন পরিস্থিতিতেই সীমান্ত নিরাপত্তা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, সামগ্রিকভাব তিনি ভারতের সীমান্ত নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত।

তার ভাষায়, ‌‘প্রধানমন্ত্রী মোদি ভারতকে যে প্রতিরক্ষা নীতি দিয়েছেন, তার ফলে কোনও দেশ ভারতের সীমান্তের দিকে চোখ তুলে তাকাতে পারবে না।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক