X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নিবন্ধন ছাড়াই রবিবার থেকে টিকা পাবেন পোশাকশ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ২৩:৫৬আপডেট : ১৭ জুলাই ২০২১, ২৩:৫৭

পোশাকশ্রমিকদের করোনাভাইরাসের টিকা প্রাপ্তির ক্ষেত্রে নতুন খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। কোনও ধরনের নিবন্ধন ছাড়াই তাদেরকে ভাইরাসটির টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান।

তিনি জানান, সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে আগামীকাল রবিবার (১৮ জুলাই) থেকেই এ কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের নির্দেশমতে শুরুতে জেলার চারটি পোশাক কারখানার শ্রমিকদের এ টিকা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে- তুসুকা ডেনিম, তুসুকা ট্রাউজার, স্প্যারো অ্যাপারেলস ও রোজভ্যালি গার্মেন্টস লিমিটেড। এসব কারখানার ১০ হাজার শ্রমিককে মডার্নার টিকা দেওয়া হবে।

ডা. খায়রুজ্জামান জানান, টিকা দিতে কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে। তাদেরকে নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সব শ্রমিককে এ টিকার আওতায় আনা হবে। টিকা গ্রহণের সময় অবশ্যই শ্রমিকদেরকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপার আমজাদ হোসেন জানান, টিকার জন্য এসব কারখানা থেকে শ্রমিকদের নাম, বয়স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের তথ্য তালিকা সংগ্রহ করা হয়েছে। ঈদের আগে রবিবার সকালে এ চার কারখানায় গিয়ে তালিকা মিলিয়ে শ্রমিকদের টিকা দেওয়া করা হবে।

জেলা প্রশাসক (ডিসি) এবং জেলার করোনা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এস এম তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদফতরের সম্মতি নিয়ে রবিবার থেকেই গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকদের টিকা দেওয়ার কর্মসূচি শুরু করা হচ্ছে। ঈদের আগে সোমবার (১৯ জুলাই) পর্যন্ত এ কার্যক্রম চলবে। পরে পোশাক কারখানা ছাড়াও অন্যান্য কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের এ টিকার আওতায় আনা হবে।

গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম এবং মহানগর পুলিশ কমিশনার রবিবার সকালে উপস্থিত থেকে কোনাবাড়ি এলাকার তুসুকা ডেনিম কারখানায় এ কর্মসূচি উদ্বোধন করবেন।

/এফআর/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি