X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

নিবন্ধন ছাড়াই রবিবার থেকে টিকা পাবেন পোশাকশ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ২৩:৫৬আপডেট : ১৭ জুলাই ২০২১, ২৩:৫৭

পোশাকশ্রমিকদের করোনাভাইরাসের টিকা প্রাপ্তির ক্ষেত্রে নতুন খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। কোনও ধরনের নিবন্ধন ছাড়াই তাদেরকে ভাইরাসটির টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান।

তিনি জানান, সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে আগামীকাল রবিবার (১৮ জুলাই) থেকেই এ কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের নির্দেশমতে শুরুতে জেলার চারটি পোশাক কারখানার শ্রমিকদের এ টিকা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে- তুসুকা ডেনিম, তুসুকা ট্রাউজার, স্প্যারো অ্যাপারেলস ও রোজভ্যালি গার্মেন্টস লিমিটেড। এসব কারখানার ১০ হাজার শ্রমিককে মডার্নার টিকা দেওয়া হবে।

ডা. খায়রুজ্জামান জানান, টিকা দিতে কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে। তাদেরকে নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সব শ্রমিককে এ টিকার আওতায় আনা হবে। টিকা গ্রহণের সময় অবশ্যই শ্রমিকদেরকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপার আমজাদ হোসেন জানান, টিকার জন্য এসব কারখানা থেকে শ্রমিকদের নাম, বয়স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের তথ্য তালিকা সংগ্রহ করা হয়েছে। ঈদের আগে রবিবার সকালে এ চার কারখানায় গিয়ে তালিকা মিলিয়ে শ্রমিকদের টিকা দেওয়া করা হবে।

জেলা প্রশাসক (ডিসি) এবং জেলার করোনা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এস এম তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদফতরের সম্মতি নিয়ে রবিবার থেকেই গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকদের টিকা দেওয়ার কর্মসূচি শুরু করা হচ্ছে। ঈদের আগে সোমবার (১৯ জুলাই) পর্যন্ত এ কার্যক্রম চলবে। পরে পোশাক কারখানা ছাড়াও অন্যান্য কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের এ টিকার আওতায় আনা হবে।

গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম এবং মহানগর পুলিশ কমিশনার রবিবার সকালে উপস্থিত থেকে কোনাবাড়ি এলাকার তুসুকা ডেনিম কারখানায় এ কর্মসূচি উদ্বোধন করবেন।

/এফআর/
সম্পর্কিত
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
করোনার টিকা নিয়ে ৪ বছর ধরে ‘অজানা রোগে’ ভুগছেন সাংবাদিক বিষ্ণু
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল