X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষক প্রশিক্ষণে প্রাক-প্রাথমিকের মডিউল যুক্ত হচ্ছে

এস এম আববাস
২০ জুলাই ২০২১, ২১:৪৭আপডেট : ২০ জুলাই ২০২১, ২১:৪৭

প্রাক-প্রাথমিকের শিক্ষকদের দক্ষভাবে গড়ে তুলতে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে পরিচালিত শিক্ষক প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স-কারিকুলামে প্রাক-প্রাথমিকের পাঠদান মডিউল অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালককে এ সংক্রান্ত চিঠি দেওয়া হবে।

২০১৫ সালের ১৮ মার্চ নিরক্ষরতা দূরীকরণে জাতীয় টাস্কফোর্স সংক্রান্ত কমিটির অনুষ্ঠিত প্রথম বৈঠকের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুদের শিখনফল অর্জনের লক্ষ্য পূরণে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) সিইন-এড ডিপিএড কারিকুলামে যুযোপযোগী মডিউল অন্তর্ভুক্ত করা হবে। ডিপিএড কোর্সকে ঢেলে সাজানো হচ্ছে। দক্ষ শিক্ষক তৈরি করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

গত জুনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, ২০১৫ সালে প্রধানমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় যে নির্দেশনা দিয়েছিলেন সেই আলোকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাসিক সমন্বয় সভায় প্রতিটি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষকের পদায়নের বিষয়ে আলোচনা করা হয়। এতে উঠে আসে- সাত হাজার ৭৪৬টি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত কোনও শিক্ষক কর্মরত নেই। 

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রত্যেক শিক্ষকের প্রাক-প্রাথমিক প্রশিক্ষণ নিশ্চিত করতে প্রশিক্ষণ কারিকুলামে পাঠদানের বিষয়ে মডিউল অন্তর্ভুক্ত করতে হবে।

প্রসঙ্গত, সারাদেশের বিভিন্ন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করে নেপ। সার্টিফিকেট ইন এডুকেশন (সিইএড) এবং ডিপ্লোম ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রশিক্ষণার্থী শিক্ষকদের সিইনএড/ডিপিএড প্রশিক্ষণ কোর্সের সনদ দেয় ডিপিএড বোর্ড।

উল্লেখ্য, সারাদেশে এখন ১৬৭টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) রয়েছে।

/এফএ/
সম্পর্কিত
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় গ্রুপের ফল প্রকাশ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!