X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মূল সড়ক ফাঁকা, পাড়া-মহল্লায় আড্ডা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২১, ১৩:২১আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৩:২১

কঠোর লকডাউনের প্রথম দিন রাজধানীর প্রধান রাস্তাগুলো ফাঁকা। মূল সড়কে বিধিনিষেধ সর্বাত্মকভাবে মানতে দেখা গেলেও পাড়া-মহল্লায় চায়ের দোকানে চলছে আড্ডা। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই। স্যানিটাইজার নেই প্রায় সবার। ‘কঠোর লকডাউন’ কেমন হচ্ছে তা দেখতে বের হয়েছেন অনেকেই। এ ছাড়া অনেকেই বের হচ্ছেন বাজার করার অজুহাতে। 

শুক্রবার (২৩ জুলাই) কঠোর লকডাউনের প্রথম দিন রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ঘুরে এই চিত্র দেখা গেছে।

সড়কে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, করোনাভাইরাসের বিষয়ে মানুষ এখনো উদাসীন। আবার অনেকে এখনো বিশ্বাসই করতে চান না ভাইরাসটির ভয়াবহতা।

রাজধানীর শেখেরটেক ২ নম্বর রোডের পশ্চিম মাথায় চায়ের দোকানগুলো খোলা রাখা হয়েছে। সেখানে মুখে মাস্ক না পরা লোকজন আড্ডা দিচ্ছেন। দল বেঁধে চা পান করছেন।

মূল সড়ক ফাঁকা, পাড়া-মহল্লায় আড্ডা 

জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া শেখেরটেক ২ নম্বর রোডের বাসিন্দা ই-কমার্স ব্যবসায়ী অপু রায়হান বলেন, ‘পাড়া মহল্লায় লকডাউন কেউ মানে না। মানুষ উদাসীন। মহল্লায় অনেক দোকানপাট খোলা রাখেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। স্থানীয়ভাবে রাজনৈতিক নেতারা সচেতন করলে হয়তো বিধিনিষেধ কার্যকর করা যেতে পারে।’

মোহাম্মদপুর শিয়া মসজিদের কাছে দায়িত্ব পালনকারী আদাবর থানার এসআই মো. নওশের আলী বলেন, ‘নানা অজুহাতে অনেকেই বের হয়েছেন। মূল সড়কে আমরা নজর রাখতে পারছি। কিন্তু অলি-গলিতে কীভাবে বিধিনিষেধ পালনে বাধ্য করা সম্ভব? মানুষ তো উদাসীন।’

রাজধানীর মোহাম্মদ এলাকার মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ভেতরের বিভিন্ন গলি, নবোদয় হাইজংয়ের বিভিন্ন গলি, আদাবর ও কৃষি মার্কেট এলাকার বিভিন্ন গলিসহ এসব এলাকার বিভিন্ন গলিতে আড্ডা দিতে দেখা গেছে বেলা ১২টা পর্যন্ত। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকার অলি-গলিতে একই অবস্থা দেখা গেছে। তবে প্রধান সড়কে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে বিধিনিষেধ মানতে বাধ্য হচ্ছে মানুষ। 

 

 

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা