X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘মানবপাচার মামলার প্রসিকিউশনে ত্রুটিগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২১, ২২:২৪আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:২৪

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেছেন, মানবপাচার মামলার বিচার এতো কম হয়, নয় বছরের ৩৬টি মামলায় সাজা হয়েছে। আমি মনে করি এতে পাচারকারীরা কেন উৎসাহিত হবে না? তাহলে কিভাবে বন্ধ হবে। আবার সাজাও যেটা হয় সেটাও ভালো করে প্রচার হয় না। সাজাপ্রাপ্তদের বিষয়ে প্রচারণা দরকার।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত ‘মানবপাচার ও অনিয়মিত অভিবাসন: পরিস্থিতি বিশ্লেষণ, চ্যালেঞ্জ ও ও করনীয় শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।’

নাছিমা বেগম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো প্রসিকিউশনে বেশ কিছু ত্রুটি থাকে। আমরা যেন প্রসিকিউশনের ত্রুটিগুলোর দিকে খেয়াল রাখি। এখানে সিআইডি’র অনেক বড় একটা ভূমিকা আছে বলে আমি মনে করি। আবার অনেকেই মানবাপাচারের শিকার হয়ে ফেরত এসে বিচার চায় না। এ জায়গাগুলোতেও আমাদের কাজ করতে হবে, তাদেরকে মোটিভেশন করা দরকার।

তিনি আরও বলেন, আইনের অনেক কঠোর প্রয়োগ করতে হবে। অনেক ভালো আইন আছে আমাদের। কিন্তু প্রয়োগ হয় না। আগামী রবিবার – সোমবারের মধ্যে আমার এখান থেকে একটা চিঠি যাবে। চিঠিতে আমরা বলবো পুলশ প্রশিক্ষণ একাডেমিসহ সব বিভাগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন এবং মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ভালো করে শেখানোর জন্য। পাশাপাশি প্রশিক্ষণের সময় মানবাধিকারে যে মৌলিক বিষয়গুলো আছে, এগুলোকে মানবিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে মানবাধিকার নিয়ে যারা কাজ করে সবার ভেতরে একটা বোধ যেন গড়ে তোলা যায়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) জি এস এম জাফরুল্লাহ বলেন, যে কয়টি মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে এটি মোটেও উল্লেখযোগ্য সংখ্যাক না। এই নিষ্পত্তির পরিমাণ বাড়াতে হবে। এসব মামলা নিষ্পত্তির ক্ষেত্রে যেসব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পুলিশ প্রশাসনসহ সবাইকে সেটা নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। পাচার রোধে ইতোমধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ভারত থেকে একটি কমন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিউর (এসওপি) তৈরির কাজ চলছে। 

জনশক্তি , কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম, এনডিসি বলেন, যারা বিদেশে যাচ্ছে কাজের উদ্দেশ্যে তারা কোথায় যাচ্ছে,  কীভাবে যাচ্ছে, কত টাকা বেতনে যাচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করে না। আমরা স্লোগান দিয়েছিলাম- ‘মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ সেটি কেউ কর্ণপাতই করছে না। আমাদের প্রবণতা এমন যে –এখনই বিদেশ পাঠাতে হবে। ২ লাখ টাকার বেশি কোন দেশে যেতে খরচ হওয়ার কথা না। কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানবপাচার বিষয়ক সেলের বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, পাচারের শিকার ব্যক্তির তথ্য না পাওয়া যাওয়ায় কিছু মামলার কার্যক্রম বিলম্ব হয়। সেই তথ্য না পেলে মামলা নিষ্পত্তি করা সম্ভব হয় না। বিদেশে যারা নির্যাতিত হচ্ছে এবং হয়ে ফেরত আসছে সংশ্লিষ্ট দেশে আমাদের দূতাবাস কাজ করছে। নির্যাতন কিন্তু ওইদেশের আইনেও অপরাধ। ভিক্টিমদের সেখানে স্থানীয় যে আইনগত সহায়তা বিষয় আছে সেগুলো কিন্তু আমরা দেখছি। মাঝে মাঝে কিছু দেশ থেকে নারীকর্মীর অনেকেই শিশুসহ দেশে ফেরত আসেন, তিনি কীভাবে সেই শিশুটিকে নিয়ে ফেরত আসলো। তাদের তো সেখানে স্থানীয় একটা আইন আছে। সেই আইনে যদি বিচার হতো তাহলে কিন্তু এই ধরনের অপরাধগুলো কমে যেতো। আবার ফেরত আসার সময় সংশ্লিষ্ট দেশের পুলিশের পাছে লিখিত দিয়ে আসে যে তাকে কোনও প্রকার নির্যাতন করা হয়নি, সে স্বেচ্ছায় দেশে ফেরত যাচ্ছে। আমরা যখন দূতাবাসের কাছে চাই তখন সেদেশের সরকার এই ধরনের ফিডব্যাক দেয়। ফলে দেশে এসে করা এই মামলাগুলোর তদন্ত করতেও আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তাছাড়া মামলার ক্ষেত্রে একটা বড় অংশ কিন্তু আপস করে ফেলে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র পরিচালক এম মোর্শেদ। এছাড়া মানবপাচার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তুলে ধরেন ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের প্রধান শরিফুল হাসান।

 

/এসও/এফএএন/ 
সম্পর্কিত
শিক্ষার্থীদের সহায়তা দিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ের ২ মিলিয়ন ডলারের ‘স্টার্টআপ ফান্ড’
মেধাবীদের টানতে যুক্তরাজ্যের বিশেষ প্রকল্প, বাংলাদেশিদের জন্য সম্ভাবনা
কাতারে বাংলাদেশি নাগরিকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকার আহ্বান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক