X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

চাঁদপুর ঘাটে যাত্রীর ঢল, লঞ্চ চলাচল বন্ধ 

চাঁদপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২১, ১২:২০আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৪:৫১

চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (১ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত চাঁদপুর টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ৯টি লঞ্চ ছেড়ে যায়। অতিরিক্ত যাত্রীর চাপে কয়েকটি লঞ্চে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। সকাল ৯টার পর চাঁদপুর ঘাটে যাত্রীদের ভিড় বাড়ে। তবে লঞ্চ সংকট এবং সময়সীমা শেষ হওয়ায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। বেলা ১১টার পর চাঁদপুর ঘাট থেকে লঞ্চ ছেড়ে যাওয়া বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, নির্দেশনা অনুযায়ী রাত থেকে লঞ্চ চলাচলের কথা থাকলেও যাত্রী না হওয়ায় রাতে চাঁদপুর থেকে কোনও লঞ্চ ছেড়ে যায়নি। তবে সকাল ৫টার পর থেকে ১১টা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাট থেকে ৯টি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। সকাল থেকে ৯টা পর্যন্ত পরিস্থিতি কিছুটা ভালো ছিল। কিন্তু এরপর যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় তাদের কোনোভাবেই বিধি-নিষেধ মানানো যায়নি। লঞ্চের ক্রাইসিস থাকায় এ অবস্থার সৃষ্টি হয়। সর্বশেষ ১১টায় সোনারতরী-২ লঞ্চটি ছেড়ে যায়। এরপর চাঁদপুর থেকে আর কোনও লঞ্চ ছেড়ে যায়নি। একটি লঞ্চ আছে। তবে যে পরিমাণ যাত্রী ঘাটে আছে- এ লঞ্চটি চালালে সকল যাত্রীই তাতে উঠবে। এতে করে ওভারলোডেড হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হবে। এ কারণে ১১টার পর আর কোনও লঞ্চ না ছাড়ার নির্দেশনা দিয়েছি। তাছাড়া সরকারি নির্দেশনাও এরকমই।

তিনি বলেন, হঠাৎ লঞ্চ চলাচলের ঘোষণা আসায় সব লঞ্চের স্টাফরা পুরোপুরি প্রস্তুত ছিল না। যে কারণে সব লঞ্চ চালানো সম্ভব হয়নি।

ঘাট ঘুরে দেখা গেছে, চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীর চাপ রয়েছে। যে কারণে অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা লঞ্চঘাটে অপেক্ষা করতে হয়। তবে অন্যবারের তুলনায় লঞ্চঘাটে এবার প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআইডব্লিউটিএ, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘাটে অবস্থান নেন। স্বাস্থ্যবিধি মেনে ঘাট থেকে প্রত্যেকটি লঞ্চ ছেড়ে গেছে বলে দাবি করেছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ। যদিও শেষ পর্যন্ত যাত্রীদের স্বাস্থ্যবিধি মানানো যায়নি। লঞ্চ কম হওয়ায় কয়েকটি লঞ্চেই যাত্রীরা ঠাসাঠাসি করে উঠেছেন।

এর আগে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী জানান, শুধু একদিনের জন্য লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এ সময় লঞ্চগুলো গার্মেন্টস শ্রমিকদের পরিবহনের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে।

তিনি আরও বলেছিলেন, শনিবার (৩১ জুলাই) রাত থেকে সুবিধাজনক সময়ে স্ব স্ব ঘাট থেকে লঞ্চগুলো ছাড়বে। এ বিষয়ে মালিকরাই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। রবিবার (১ আগস্ট) বেলা ১২টার মধ্যে যেন সদরঘাটে এসে পৌঁছাতে পারে সে অনুযায়ী লঞ্চগুলো ছাড়া হবে বলে জানিয়েছিলেন তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
পুলিশি তৎপরতায় স্বস্তি ফিরেছে ব্রহ্মপুত্র নৌপথে
লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৪৬ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক