X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সিঙ্গারের গোডাউনে অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকার ক্ষতি

নাদিম হোসেন, সাভার
০৫ আগস্ট ২০২১, ২২:১৭আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:১৭

সাভারের রাজফুলবাড়িয়া এলাকার সিঙ্গার ইলেকট্রনিক্সের গুদামের পাশ দিয়ে চলে গেছে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের একটি খুঁটি। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে এই খুঁটির একটি তারে আগুন লাগার পর গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। তার পরই ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে সিঙ্গারের ক্ষয়ক্ষতির পরিমাণ দশ কোটি টাকা নিরূপণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার পরই সিঙ্গারের গুদামে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট নয়, খুঁটিতে গোলযোগের কারণেই অগ্নিকাণ্ড ঘটেছে।

তবে পল্লী বিদ্যুতের ফুলবাড়িয়া এরিয়া অফিসের লাইনম্যান মহিদুল ইসলাম বলেন, খুঁটিতে গোলযোগের পর যদি আগুন লাগে, তাহলে আশপাশের আরও অন্যান্য বাড়িতেও আগুন বা মিটার পুড়ে যাওয়ার কথা।

মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে

ফুলবাড়িয়া এলাকার একাধিক বাসিন্দা জানান, বৃহস্পতিবার সকালে গুদামের পাশ দিয়ে যাওয়া হাই ভোল্টেজের একটি খুঁটির তারে আগুন লেগে পুড়ে যায়। এরপরও বিদ্যুৎ সংযোগ বন্ধ করেনি পল্লীবিদ্যুৎ অফিস। তার কিছু সময় পরই সিঙ্গারের গুদাম থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তীব্রতা বেশি হওয়ায় তাদের সাথে সাভার, ডিইপিজেড ও ফায়ার সদর দফতরের আরও ৮টি ইউনিট যোগ দেয়। টানা চার ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ডাম্পিংয়ের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের লোকজন চলে যাওয়ার পর বিকালের দিকে সিঙ্গারের শ্রমিকরা পুড়ে যাওয়া মালামাল উদ্ধার করে।

সিঙ্গারের ক্ষয়ক্ষতির পরিমাণ দশ কোটি টাকা

আগুনের বিষয়ে সিঙ্গারের কোনও কর্মকর্তা কথা না বললেও, বিকালে গুদামের সামনে অবস্থান করা নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানান, ঈদের ছুটির পর লকডাউন চলায় তাদের গুদাম বন্ধ ছিল। এই সময়ে কোনও কাজ হয়নি। বন্ধ গুদামে আগুন লাগার আশঙ্কা নেই। বিদ্যুতের খুঁটি থেকেই গুদামে আগুনের সূত্রপাত বলে তাদের দাবি।

পল্লী বিদ্যুতের লাইন ম্যান মাহিদুল ইসলাম বলেন, খুঁটি থেকে যদি গুদামে আগুন লাগে, তাহলে মিটার পুড়ে গিয়ে লাগার কথা।সেক্ষত্রে ওই খুঁটি থেকে সংযোগ নেওয়া আশপাশের অন্যান্য বাড়ি বা প্রতিষ্ঠানের মধ্যেও কয়েক জায়গায় আগুন লাগার কথা ছিল। এর আগে খুঁটি থেকে ফুলবাড়িয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন একসঙ্গে খুঁটি থেকে সংযোগ নেওয়া আরও ১০টি দোকানেও আগুন লাগে।

গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের খুঁটিতে গোলযোগের কারণেই সিঙ্গারের গুদামে আগুন লেগেছে। এছাড়া গুদামের ভেতরে থাকা ফ্রিজগুলোতে ককশিট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। 

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সিঙ্গার কর্তৃপক্ষ। কিছু দিন আগে মালামালের একটি চালান দেশে আসে। লকডাউনের কারণে সবগুলো এই গুদামে রাখা হয়। এসব বিষয় খোঁজ নিয়ে তারা পরবর্তীতে ক্ষতির বিষয়টি সুনির্দিষ্ট করে জানাবেন বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

/এসএইচ/
সম্পর্কিত
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
আগুনে পুড়লো তেলসহ ট্যাংকলরি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
আগুনে পুড়ে মারা গেলো কৃষকের ৪ মহিষ
সর্বশেষ খবর
‘বিএনপি বিরোধিতা করলেও তাদের অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে’
‘বিএনপি বিরোধিতা করলেও তাদের অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে’
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি