X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

নিথর হয়ে পড়েন ক্যাপ্টেন নওশাদ, জরুরি অবতরণ করেন মোস্তাকিম

চৌধুরী আকবর হোসেন
৩০ আগস্ট ২০২১, ১১:০০আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১২:০৮

ওমানের রাজধানী মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকার পথে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি। ভারতের রায়পুরের আকাশে থাকাকালে হুট করেই নিথর হয়ে পড়েন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। তখনই ককপিটের কন্ট্রোল নেন সঙ্গে থাকা ফার্স্ট অফিসার মোস্তাকিম, ঘোষণা করেন মেডিক্যাল ইমার্জেন্সি। ক্যাপ্টেন নওশাদ অসুস্থ হওয়ার ২৫ মিনিটের মধ্যে নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন উড়োজাহাজটি।

গত ২৭ আগস্ট বিজি ০২২ ফ্লাইটে থাকা এক ক্রু’র বর্ণনায় উঠে এসেছে সেদিনের ঘটনা। সেই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছাড়াও দু’জন ককপিট ক্রু ও ছয় জন কেবিন ক্রু ছিলেন। সেই ফ্লাইটে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেবিন ক্রু বাংলা ট্রিবিউনকে বলেন, হুট করেই ককপিট থেকে ফার্স্ট অফিসার মোস্তাকিম জানালেন ক্যাপ্টেন নওশাদ অসুস্থ হয়ে পড়েছেন। ককপিটে গিয়ে আমরা তার অবস্থা দেখে বুঝতে পারি- তিনি মারাত্মকভাবে হার্ট অ্যাটাক করেছেন। তার নিজের যে খারাপ লাগছে কিংবা অসুস্থ বোধ করছেন- এ কথা বলারও সুযোগ পাননি। তিনি পুরোই কলাপ্স করেছেন। অথচ আমরা ফ্লাইট শুরুর পর তাকে খাবার দিয়েছিলাম, তিনি সেই খাবার খেয়েছেনও।

সেদিনের কঠিন সেই মুহূর্ত বর্ণনা করে এই কেবিন ক্রু বলেন, ফার্স্ট অফিসার মোস্তাকিম মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করে দ্রুত জরুরি অবতরণের জন্য কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ শুরু করেন। আর আমরা কেবিন ক্রুরা মেডিক্যাল ইমার্জেন্সের এসওপি অনুযায়ী কেবিনে কোনও চিকিৎসক আছে কি না জানতে চাই। কারণ উড়োজাহাজে থাকা মেডিক্যাল বক্স চিকিৎসকদের মাধ্যমে ব্যবহার করতে হয়। তবে দুর্ভাগ্যবশত ফ্লাইটে কোনও ডাক্তার না থাকায় আমরা নিজেরাই সেগুলো ব্যবহার করে ক্যাপ্টেন নওশাদকে প্রাথমিক চিকিৎসা দিতে থাকি।

ঘটনার পর ২০-২৫ মিনিটে মতো শ্বাসরুদ্ধকর সময় পার করতে হয়েছে উল্লেখ করে সেই কেবিন ক্রু বলেন,ফার্স্ট অফিসার মোস্তাকিম কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করতে থাকেন। এটিসি থেকে নাগপুর এয়ারপোর্টে অবতরণ করার পরামর্শ দেওয়া হয়। আমার ফার্স্ট অফিসারকে সাহস যোগানোর চেষ্টা করেছি, তিনিও দৃঢ়ভাবেই ফ্লাইট অপারেট করেছেন। ফ্লাইটটি নাগপুরে অবতরণ জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। পরিস্থিতি যাত্রীদের জানানো হয়েছিল। তারাও ভালোভাবেই আমাদের সহযোগিতা করেছেন। আগে থেকেই বিমানবন্দরে অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল। রানওয়েতে নামামাত্র দ্রুত ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমকে উড়োজাহাজ থেকে নামিয়ে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো হয়।

ক্যাপ্টেন নওশাদ (ছবি: ফেসবুক থেকে নেওয়া)

এদিকে পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইটটি নাগপুরের ড. বাবা সাহেব আম্বেদকার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে জরুরি অবতরণ করেছে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম ভারতের একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) আছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সবশেষ পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার (২৯ আগস্ট) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ্‌ মোস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ক্যাপ্টেন নওশাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছে। বোর্ডের সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। ক্যাপ্টেন নওশাদের পরিবারের সদস্যরাও হাসপাতালে রয়েছেন বলেও জানান তিনি। 

প্রসঙ্গত,ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম ১৯৭৭ সালের ১৭ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালের ২০ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগদান করেন।

আরও পড়ুন: 
গুজব না ছড়িয়ে ক্যাপ্টেন নওশাদের জন্য দোয়ার অনুরোধ 
মধ্য আকাশে বিমানের পাইলট অসুস্থ, ভারতে জরুরি অবতরণ

/ইউএস/
সম্পর্কিত
৪১৮ যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে প্রথম হজ ফ্লাইট
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করলো বিমান
সর্বশেষ খবর
চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার ঘোষণায় বাসদের নিন্দা
চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার ঘোষণায় বাসদের নিন্দা
এজিসি গলফ চ্যাম্পিয়ন জামাল
এজিসি গলফ চ্যাম্পিয়ন জামাল
বৈষম্যবিরোধীর নেতাদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বৈষম্যবিরোধীর নেতাদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
তুরস্কে ইউক্রেন আলোচনায় উপস্থিতি নিয়ে এখনও সিদ্ধান্তহীন ট্রাম্প
তুরস্কে ইউক্রেন আলোচনায় উপস্থিতি নিয়ে এখনও সিদ্ধান্তহীন ট্রাম্প
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
হেরেছিলেন ১১ ভোটে: সাড়ে তিন বছর পর আদালতের রায়ে ৪৬৬ ভোটে বিজয়ী
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ