X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ছেলেদের কাছে মায়ের ভিডিও পাঠিয়ে টাকা আদায়, গ্রেফতার ২

সিলেট প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৩

সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগতালুক গ্রামে চার সন্তানের জননীকে যৌন হয়রানি করে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দুপুরের দিকে কানাইঘাট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- আগতালুক গ্রামের বরকত উল্লার ছেলে বড় আব্দুল্লাহ (৩৫) ও একই গ্রামের রফিক আহমদের ছেলে সায়েদ উল্লাহ (৩০)।

এ মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘অপরাধী যে হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় আনতে জেলা পুলিশ কাজ করে যাবে।’ মামলার বাকি দুই আসামি আব্দুল্লাহ ও জব্বারকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, ওই নারীর স্বামী মারা গেছেন। তার চার সন্তানের মধ্যে দুইজন দুবাই প্রবাসী। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। বাড়িতে একা থাকতেন। এ সুযোগে ওই নারীর ওপর ভয়ংকর নির্যাতন চালায় প্রতিবেশী চার যুবক। রাতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে যৌন হয়রানি এবং এর ভিডিও ধারণ করে। সেই ভিডিও প্রবাসী ছেলেদের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। মূলত ছেলেদের কাছ থেকে টাকা নিতেই তারা এটা করেছে। তবে এক লাখ টাকা দিলেও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় অভিযুক্তরা। এ ঘটনায় সোমবার রাতে ওই নারী বাদী হয়ে কানাইঘাট থানায় চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চার যুবক ওই নারীকে টানাহেঁচড়া করছে। এ সময় ওই নারী নিজেকে মুক্ত করতে বারবার হাতজোড় করে আকুতি করছেন। কান্নাকাটি করে অনুনয় করছেন। তবে তার অনুনয়ে হাসিঠাট্টা করে চার যুবক।

/এফআর/
সম্পর্কিত
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫
সর্বশেষ খবর
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে