X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাপেই জন্ম ইসরায়েলের: সাবেক প্রধানমন্ত্রীর ছেলে

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৪

ইসরায়েলের প্রথম পররাষ্ট্রমন্ত্রী এবং দ্বিতীয় প্রধানমন্ত্রী মোশে শারেটের পুত্র ইয়াকভ শারেট। তার সঙ্গে প্রায় ১০ ঘণ্টা ধরে আলাপ হয় ইসরায়েলি সাংবাদিক অফার আডেরেটের। সেখানেই নিজ দেশের ‘জন্মের পাপ’ নিয়ে আলাপ তোলেন প্রবীণ এই মানুষটি। সাংবাদিক জানতে চান, তিনি যা বলেছেন সেটি বুঝেশুনে বলছেন কিনা? ৯৫ বছরের ইয়াকভ হাসলেন এবং মাথা নেড়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দিলেন।

একেবারে বাহুল্যবর্জিত, তীক্ষ্ণ আলাপ। নিজের সোজাসাপ্টা কথাগুলো কাটছাঁট করার কোনও প্রয়োজন বোধ করছিলেন না তিনি। পাঠকদের কাছে এমন একটি বার্তা পাঠাতে চান, যেটি হজম করা বেশ কঠিন।

১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরকারী ব্যক্তির পুত্র জায়নবাদবিরোধী হিসেবে তার দিন শেষ করছেন। তিনি পুরো দুনিয়া থেকে ইহুদিদের ইসরায়েলে জড়ো হওয়ার বিরোধী। লোকজনের ইসরায়েল ছেড়ে যাওয়াকে উৎসাহিত করেন তিনি। নিজ দেশের জন্য অন্ধকার দিনের ভবিষ্যদ্বাণী করেন। এমনকি তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করেন। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীতে ইহুদি ব্রিগেডের জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। কাজ করেছেন শিট বেন সিকিউরিটি সার্ভিসে।

ইয়াকভ শারেট বলেন, ‘ইসরায়েল রাষ্ট্র এবং জায়নিস্ট এন্টারপ্রাইজের জন্ম পাপের মধ্য দিয়ে। এই পাপ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে, এটি আমাদের তাড়া করবে এবং ঝুলিয়ে দেবে। আমরা এটিকে ন্যায্যতা দিই। এটি একটি অস্তিত্ববাদী ভীতিতে পরিণত হয়েছে। এটি নিজেকে সব ধরনের উপায়ে প্রকাশ করে। পানিপৃষ্ঠের নিচে একটি ঝড় রয়েছে।’

তিনি বলেন, ‘আমি শান্তিতে এই বয়স পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমার আর্থিক অবস্থা ভালো। কিন্তু আমি আমার নাতি-নাতনি এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ ও পরিণামের ব্যাপারে উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘নিজের ইচ্ছার বিরুদ্ধে আমি একটি অপরাধী দেশের বাধ্যতামূলক সহযোগী। আমি এখানে আছি, আমার কোথাও যাওয়ার সুযোগ নেই। আমার বয়সের কারণে আমি কোথাও যেতে পারি না। এটা প্রতিদিন আমাকে বিরক্ত করে। শেষ পর্যন্ত ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র এবং এটি অন্য জনগোষ্ঠীকে অপব্যবহার করে।

ইয়াকভ শারেট এবং রিনা দম্পতির তিনটি সন্তান, পাঁচ নাতি-নাতনি এবং তাদের আট সন্তান এরইমধ্যে নিউ ইয়র্কে পাড়ি জমিয়েছে। সূত্র: হারেৎজ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা