X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে ২ কর্মচারী আহত

বরিশাল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৭

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হাসপাতালের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক রেজাউল ইসলাম (৪০) ও হারবাল অ্যাসিস্টেন্ট মো. হান্নান (৪৫)।

মো. হান্নান জানান, ‘সকালে অফিসে কাজ করার সময় ছাদের পলেস্তারা খসে মাথায় ও হাতেসহ শরীরে বিভিন্ন স্থানে পড়ে। এ ঘটনার পর চিকিৎসা নিয়ে বাড়ি চলে এসেছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী জানান, ঘটনার সময় আমি আমার কক্ষে ছিলাম। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বর্তমানে তারা শঙ্কামুক্ত।

তিনি আরও বলেন, সত্তরের দশকে নির্মিত হাসপাতালের এই পুরোনো ভবনটিতে ২০ শয্যার পুরুষ ও নারী ওয়ার্ড। দীর্ঘদিন ধরেই ভবনের জীর্ণ অবস্থা। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে। পাঁচ বছর আগে কিছু সংস্কার করা হয়েছে। তারপর আর কোনও কাজ হয়নি। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।

বরিশাল স্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, দুই সপ্তাহ আগে ওই স্বাস্থ্য কমপ্লেক্সটি স্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের তত্ত্বাবধায়ক মনিরুজ্জামান মোল্লার সঙ্গে পরিদর্শন করেছি। ভবনটি পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, দ্রুত বিষয়টি সমাধান করার জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
চিকিৎসকদের হোস্টেলে দুপুরের খাবারের সময় আছড়ে পড়ে বিমানটি
বিমানটি বিধ্বস্ত হয় মেডিক্যাল শিক্ষার্থীদের হোস্টেলে, নিহত ৫
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক