X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নেট বোলার এখন হায়দরাবাদের মূল দলে

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:০২

বয়স মাত্র ২১। ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছে এ বছরই। মাত্র একটি টি-টোয়েন্টি আর একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা তার ঝুলিতে। অথচ কিনা আইপিএলে সুযোগ মিলে গেলো! কপাল বলতে হবে উসমান মালিকের। জম্মু ও কাশ্মিরের এই মিডিয়াম পেসারকে করোনাভাইরাস বদলি হিসেবে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলে হায়দরাবাদের নেট বোলার হিসেবে যুক্ত ছিলেন মালিক।

গত ২২ সেপ্টেম্বর করোনা পজিটিভ হন টি নাটারাজন। আইসোলেশনে থাকা এই পেসারের করোনা বদলি হিসেবে মালিকের দল পাওয়া। সংযুক্ত আরব আমিরাতে হায়দরাবাদের নেট বোলার হিসেবে নজর কেড়েছেন তিনি। তাই নাটারাজনের বদলি হিসেবে তাকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এ বছর ভারতের ঘরোয়া প্রতিযোগিতায় পা রেখে মালিক খেলেছেন একটি করে টি-টোয়েন্টি ও লিস্ট ‘এ’ ম্যাচ। টি-টোয়েন্টির সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রেলওয়ের বিপক্ষে জম্মু ও কাশ্মির পেসার ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। আর ৫০ ওভারের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে বেঙ্গলের বিপক্ষে ১০ ওভারে ৯৮ রান দিয়ে পেয়েছিলেন ১ উইকেট।

আইপিএলের নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি স্বল্প সময়ের জন্য কোভিড আক্রান্ত খেলোয়াড়ের বদলি নিতে পারবে। তাই মালিক ‘টি নাটারাজনের সুস্থতা ও দলে যোগ দেওয়ার অনুমতি পাওয়ার আগ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডের অংশ হতে পারবেন’ বলে বিবৃতিতে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

এ বছরের শুরুতে আইপিএলের প্রথম পর্বে অলরাউন্ডার শামস মুলানি একইভাবে স্বল্প সময়ের জন্য করোনাভাইরাস বদলি হয়েছিলেন। দিল্লি ক্যাপিটালস স্কোয়াডে তিনি যুক্ত হয়েছিলেন অক্ষর প্যাটেল কোভিড পজিটিভ হওয়ায়।

/কেআর/
সম্পর্কিত
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী