X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নেওয়া সিংহ-শাবক মারা গেছে

গাজীপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫১

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নেওয়া একটি সিংহ-শাবক মারা গেছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ছয় বছর বয়সের সাদা এ সিংহটি মারা যায়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার সিংহগুলোকে খুব একটা বিচরণ করতে দেখা যায়নি। ওইদিন বিকালে চারটি মাদী সিংহকে ওই শাবকটির চারপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। সন্ধ্যা পর্যন্ত কোনও সিংহ ছাউনিতে না ফেরায় পার্কের কর্মকর্তা-কর্মচারীরা কৌশলে মাদি সিংহদের ছাউনিতে ফিরিয়ে নিয়ে আসেন। কিন্তু একটি সিংহ শাবক না ফেরায় খোঁজ নিয়ে দেখা যায় সেটি মাটিতে পড়ে রয়েছে।

গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উকিল উদ্দিন জানান, সাফারি পার্ক কর্তৃপক্ষের খবরে সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সিংহটি শাবকটিকে মৃত হিসেবে শনাক্ত করা হয়েছে। পুরুষ এ সিংহ-শাবকটি এ পার্কেই শঙ্করায়ণের মাধ্যমে জন্ম নিয়েছিল। অস্ত্রোপাচারের পর দেখা গেছে সিংহটির লিভার, কিডনি স্বাভাবিক ছিল। দেহের বাইরেও কোনও আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর প্রাথমিক লক্ষণ হিসেবে হিটস্ট্রোককে চিহ্নিত করা হয়েছে। আরও একটি অসুস্থ সিংহকে আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মৃত সিংহের বিভিন্ন নমুনা সংগ্রহ করে উন্নত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পার্ক সূত্র জানায়, এটি আফ্রিকান জাতের। ২০১৩ সালে এ পার্কে যে সিংহগুলো আনা হয়েছিল। তাদের মধ্যে শঙ্করায়ণের পর এ সাদা সিংহটির জন্ম হয়েছিল। মারা যাওয়া সিংহটির বয়স কমপক্ষে ছয় বছর। বর্তমানে পার্কে সিংহের সংখ্যা ১০টি। ময়নাতদন্ত করে পার্কের ভেতরেই মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
মৎস্যঘের থেকে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কুমির উদ্ধার
বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
বন্য শূকরের আক্রমণে নারীসহ ৫ কৃষক আহত
সর্বশেষ খবর
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী