X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে আইন অপরিহার্য: ইনু

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৩

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে প্রশাসন সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘প্রশাসন এখনও বুঝতেই পারছে না যে, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে তারা এখনও আনাড়ি ও এলোপাতাড়ি পদক্ষেপ নিচ্ছে। ফেসবুক,ইউটিউব, টুইটারসহ বিভ্ন্নি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে আপনার হাতে একটা হাতিয়ার থাকতে হবে, আর তা হলো আইন।’

শনিবার (২৫ সেপ্টেম্বর) একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন নূর সাফা জুলহাজ।

দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে অতিথিদের প্রশ্নের জবাবে ইনু আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসার বিষয়ে কোনও আইন বাংলাদেশে নেই। ফেসবুকের কাছে যখন কোনও অভিযোগ যায়, তখন তারা বলে আদালতের রায় আছে। কোনও আইন আছে এ ব্যাপারে। আপনার দেশের সংবিধান অনুযায়ী কোনও বিধি তৈরি করেছেন? কোনও জায়গাটা ভঙ্গ হয়েছে। এ জন্য আগে আইন করা দরকার।’ এ ব্যাপারে ইতোমধ্যে নিজে পদক্ষেপ নিয়েছেন বলেও জানান হাসানুল হক ইনু।  

অনুষ্ঠানে যুক্ত হয়ে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ও এ ক্ষেত্রে আইন করার উদ্যোগী হয়েছে। এ ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। আইন করলে আমরা তাদের (সামাজিক যোগাযোগ মাধ্যম) সঙ্গে বার্গেইনিং করতে পারবো।’

 

 

 

/আইএ/
সম্পর্কিত
‘বাংলাদেশ-আমেরিকা ছাড়া কোনও দেশের স্বাধীনতার লিখিত ঘোষণাপত্র নেই’
সরকার উৎখাতের রাজনীতির খেলার স্থায়ী সমাধান দরকার: ইনু
শেখ হাসিনাকে জাসদের অভিনন্দন
সর্বশেষ খবর
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না