X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

এক-দুইয়ের লড়াইয়ে চেন্নাইকে শক্তি দেখালো দিল্লি

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২১, ০০:৪৯আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০০:৪৯

এক নম্বরে চেন্নাই সুপার কিংস, দুই নম্বরে দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ের ম্যাচ শুরুর আগে এই ছিল আইপিএলের পয়েন্ট টেবিলের অবস্থান। পয়েন্ট সমান থাকলেও নেট রানরেটে এগিয়ে ছিল চেন্নাই। তাই জিতলে মহেন্দ্র সিং ধোনিরা ২ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান সুসংহত করবে, অন্যদিকে দিল্লি জিতলে চেন্নাইকে টপকে যাবে যেতো- এই সমীকরণে মাঠে নেমে নিজেদের শক্তি দেখালো ঋষভ পান্তরা। চেন্নাইকে ৩ উইকেটে হারিয়ে শীর্ষে বসেছে দিল্লিই।

এবারের আইপিএলে এই দুই দল সমানতালে লড়ে যাচ্ছে। শিরোপা জেতার পথেও তারাই ফেভারিট। তাই দল দুটির মুখোমুখি লড়াইয়ে উত্তেজনার কমতি ছিল না দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। যদিও রান উৎসব হয়নি, বরং বোলাররা আলো ছড়িয়েছেন। তবে উত্তেজনা ছড়িয়েছে ঠিকই। শেষ ওভারে গিয়ে নিষ্পত্তির হয়েছে পয়েন্ট টেবিলের এক-দুইয়ের লড়াই। যেখানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে চেন্নাইয়ের করা ১৩৬ রান ৭ উইকেট হারিয়ে ২ বল আগে টপকে যায় দিল্লি।

ফলে ১৩ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে দিল্লি। আর হেরে যাওয়া চেন্নাই সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।

দিল্লির জয়ের ‘নায়ক’ শিমরন হেটমায়ার। সাত নম্বরে নামা ক্যারিবিয়ান ব্যাটসম্যানের ১৮ বলে ২ বাউন্ডারি ও এক ছক্কায় খেলা হার না মানা ২৮ রানে শেষ ওভারে গিয়ে জয় নিশ্চিত হয় দিল্লির। শেষ ওভারে জিততে দরকার ছিল ৬ রান। কিন্তু অভিজ্ঞ ডোয়াইন ব্রাভো ম্যাচ জমিয়ে দিয়েছিলেন তৃতীয় বলে অক্ষর প্যাটেলকে ফিরিয়ে। যদিও চতুর্থ বলে কাগিসো রাবাদা বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিত করেন জয়।

দিল্লির সর্বোচ্চ সংগ্রাহক শিখর ধাওয়ান। এই ওপেনার ৩৫ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলে যান ৩৯ রানের ইনিংস। আরেক ওপেনার পৃথ্বি শ ১২ বলে করেন ১৮ রান। তার সমান ১৮ রান আসে রিপাল প্যাটেলের ব্যাট থেকে।

চেন্নাইয়ের শার্দূল ঠাকুর ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। রবীন্দ্র জাদেজাও ২ উইকেট নিয়েছেন ২৮ রান খরচায়।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাইয়ের টপ অর্ডার মোটেও সুবিধা করতে পারেনি। এরপরও রান ১৩৬ হয়েছে আম্বাতি রাইডুর হাফসেঞ্চুরি। পাঁচ নম্বরে নেমে এই ব্যাটসম্যান ৪৩ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত ছিলেন ৫৫ রানে। রবিন উথাপ্পা করেন ১৯ রান। ধোনি ১৮, রুতুরাজ গায়কোয়াড় ১৩ ও ফাফ ডু প্লেসি করেন ১৮ রান।

দিল্লির সবচেয়ে সফল বোলার অক্ষর প্যাটেল। ম্যাচসেরার পুরস্কার জেতা বাঁহাতি স্পিনার ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আনরিখ নর্কিয়া, আভেশ খান ও রবিন্দ্রন অশ্বিন।

/কেআর/
সম্পর্কিত
লখনউর দায়িত্ব পেয়ে পান্ত বললেন, ‘দলের জন্য দুইশ ভাগ উজাড় করে দেবো’
বেঙ্গালুরুর অধিনায়ক কে, বিরাট ঘোষণা ডি ভিলিয়ার্সের
আইপিএলে কোনও বাংলাদেশি দল না পাওয়ায় হতাশ ফাহিম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক