ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৯৭ জন। এরমধ্যে ঢাকায় ১৫১ জন এবং ঢাকার বাইরে ৪৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৭৩ জন, এরমধ্যে ২ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। আর এই মাসে এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৯৩৬ জন।
মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯০১ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ৭৩১ জন, আর বাকি ১৭০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১৯ হাজার ১৩৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৮ হাজার ১৫৯ জন।