X
বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

শেষ ম্যাচ কোথায় খেলবেন, জানিয়ে দিলেন ধোনি

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৪:৫৫

গত বছর হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি। আকস্মিক ঘোষণায় তাকে বিদায় জানানোর সুযোগটাও পায়নি ভারতীয়রা। তবে আইপিএল দিয়ে সেই সুযোগটা হতে পারে বলে জানালেন সাবেক অধিনায়ক।

অবসর ঘোষণায় অনেকেই মনে করেছিল, হয়তো এই মৌসুমই ধোনির শেষ আইপিএল! কিন্তু মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়া সিমেন্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, ‘বিদায় জানানোর প্রসঙ্গ এলে তার সুযোগটা রয়েছে। আশা করছি চেন্নাইয়ে এসে নিজের শেষ ম্যাচটা খেলবো। তাহলে ভক্তদের সঙ্গেও দেখাটা হতে পারে।’

অর্থাৎ ধোনির কথাতেই এটা স্পষ্ট যে, আগামী মৌসুমেও চেন্নাই ‍সুপার কিংসে খেলবেন তিনি। এই মৌসুম শেষে নতুন করে নিলাম অনুষ্ঠিত হবে। চেন্নাইয়ের ম্যানেজমেন্টও চাইছে নতুনদের নিলে এই সময়টা ধোনির অধীনে চালিয়ে নিতে।

প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংসের মালিক ইন্ডিয়া সিমেন্ট। যার ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) আবার মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে আইপিএলের প্লে-অফও নিশ্চিত করেছে চেন্নাই। টানা সাফল্যের কারণ হিসেবে চেন্নাই অধিনায়ক বলেছেন, ‘আমরা আসলে পরিকল্পনাটা ঠিক মতো তৈরি করে মাঠে সঠিকভাবে প্রয়োগের চেষ্টা করি। ফল নিয়ে বেশি ভাবি না। ভুল শুধরে নিতে চাই সব সময়। এটাই আসলে ভালো করতে সাহায্য করে।’

/এফআইআর/

সম্পর্কিত

শান্ত বলছেন, ম্যাচ বাঁচানো সম্ভব

শান্ত বলছেন, ম্যাচ বাঁচানো সম্ভব

যুব বিশ্বকাপ ও এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

যুব বিশ্বকাপ ও এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

টেস্ট ব্যাটিং কী, জানা আছে মুমিনুলদের?

টেস্ট ব্যাটিং কী, জানা আছে মুমিনুলদের?

ভালো পেসার আসবে কবে? সুজন বললেন, ‘আল্লাহ যেদিন দেন’

ভালো পেসার আসবে কবে? সুজন বললেন, ‘আল্লাহ যেদিন দেন’

quiz
সর্বশেষসর্বাধিক
© 2021 Bangla Tribune