X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

এমন নির্বাচন ‍কখনও দেখেননি পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ২০:৪১আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২০:৪১

হয়ে গেলো প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আগের দুই দফায় একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও এবার ১৬ পদে নির্বাচন হয়েছে। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা ছিল ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১৬ প্রার্থী থেকে সর্বোচ্চ ১২ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এমন ‘হাড্ডাহাড্ডি’ লড়াইয়ের নির্বাচন কখনও দেখেননি বলে জানালেন ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হওয়া নাজমুল হাসান পাপন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভোট শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা যে ধারণা করেছিলাম তার চেয়ে অনেক বেশি ভোটারের উপস্থিতি ছিল। কোনও কোনও ক্যাটাগরিতে ৯৯ ভাগ, মানে সবাই ভোট দিতে এসেছে। এই যে ভোট কাস্ট হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। নির্বাচন কাকে বলে, এবার হয়েছে। এর আগে আমি এমন নির্বাচন কখনও দেখিনি। গত দুইবার নির্বাচন হয়নি, আজকে দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ছিল, এটাতে কোনও সন্দেহ নেই। শান্তিপূর্ণ ছিল।’

২৫ পরিচালকের মধ্যে ১৬ জন নির্বাচিত হয়ে এসেছেন। সরকারের মনোনীত দুইজন আছেন। বাকি সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। যেখানে পুরনোদের সবাই পাস করাতে খুশি টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়া পাপন, ‘এবারের ভোটে একটা জিনিস মনে হয়েছে যে ৯৯ ভাগ ভোটারের আস্থা আছে যারা পাস করেছে তাদের ওপর। এর চেয়ে বড় কথা পুরনো যারা, তারা সবাই পাস করেছে।’

নতুন কমিটিকে নিয়ে কাজ করতে কোনও সমস্যা নেই উল্লেখ করে পাপন বলেছেন, ‘আগে যে বোর্ড ছিল, সেখানে কাউকে নিয়ে কাজ করতে আমার সমস্যা হয়নি। এবারও যারা আসবে তাদের নিয়ে কাজ করতে সমস্যা হওয়ার কোনও কারণ নেই। প্যানেল না দেওয়ার কারণটাই হলো এটা। প্যানেল যদি থাকতো তাহলে বাইরে থেকে কেউ আসলে বলতাম যে তার সঙ্গে সমস্যা হতে পারে। কিন্তু এবার সেটিও নেই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
৭৯২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনপাপনসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নাজমুল হাসান পাপনের দেখা মিললো লন্ডনে
স্ত্রী-সন্তানসহ পাপনের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক