X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এমন নির্বাচন ‍কখনও দেখেননি পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ২০:৪১আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২০:৪১

হয়ে গেলো প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আগের দুই দফায় একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও এবার ১৬ পদে নির্বাচন হয়েছে। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা ছিল ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১৬ প্রার্থী থেকে সর্বোচ্চ ১২ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এমন ‘হাড্ডাহাড্ডি’ লড়াইয়ের নির্বাচন কখনও দেখেননি বলে জানালেন ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হওয়া নাজমুল হাসান পাপন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভোট শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা যে ধারণা করেছিলাম তার চেয়ে অনেক বেশি ভোটারের উপস্থিতি ছিল। কোনও কোনও ক্যাটাগরিতে ৯৯ ভাগ, মানে সবাই ভোট দিতে এসেছে। এই যে ভোট কাস্ট হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। নির্বাচন কাকে বলে, এবার হয়েছে। এর আগে আমি এমন নির্বাচন কখনও দেখিনি। গত দুইবার নির্বাচন হয়নি, আজকে দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ছিল, এটাতে কোনও সন্দেহ নেই। শান্তিপূর্ণ ছিল।’

২৫ পরিচালকের মধ্যে ১৬ জন নির্বাচিত হয়ে এসেছেন। সরকারের মনোনীত দুইজন আছেন। বাকি সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। যেখানে পুরনোদের সবাই পাস করাতে খুশি টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়া পাপন, ‘এবারের ভোটে একটা জিনিস মনে হয়েছে যে ৯৯ ভাগ ভোটারের আস্থা আছে যারা পাস করেছে তাদের ওপর। এর চেয়ে বড় কথা পুরনো যারা, তারা সবাই পাস করেছে।’

নতুন কমিটিকে নিয়ে কাজ করতে কোনও সমস্যা নেই উল্লেখ করে পাপন বলেছেন, ‘আগে যে বোর্ড ছিল, সেখানে কাউকে নিয়ে কাজ করতে আমার সমস্যা হয়নি। এবারও যারা আসবে তাদের নিয়ে কাজ করতে সমস্যা হওয়ার কোনও কারণ নেই। প্যানেল না দেওয়ার কারণটাই হলো এটা। প্যানেল যদি থাকতো তাহলে বাইরে থেকে কেউ আসলে বলতাম যে তার সঙ্গে সমস্যা হতে পারে। কিন্তু এবার সেটিও নেই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
ঢাকা মেয়র কাপ জাতীয় দলের খেলোয়াড় জোগান দেবে: পাপন
রোমানের অবসরের চিঠি ক্রীড়ামন্ত্রীকে পড়ে শোনানো হয়েছে 
কমনওয়েলথ কারাতের সফল আয়োজনের আশাবাদ ক্রীড়ামন্ত্রীর
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া