X
বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮

সেকশনস

হাবিপ্রবিতে ছয় মাসের সেমিস্টার শেষ হবে ৪ মাসে 

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১১:১৯

করোনা পরিস্থিতিতে সৃষ্ট সেশনজট নিরসনে সেমিস্টারের সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাসের সেমিস্টার চার মাসে শেষ করতে হবে। এছাড়া ৫০ মিনিটের ক্লাস ২০ মিনিট বাড়িয়ে ৭০ মিনিট করারও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের ৫৮তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষসহ অ্যাকাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যগণ।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী তোফাজ্জল হোসেন তপু বলেন, এমন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য উপাচার্য স্যারকে ধন্যবাদ। আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই স্যার শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নিচ্ছেন। করোনাকালে জট এড়াতে ছয় মাসের সেমিস্টার চার মাসের মধ্যে নিয়ে আসা ও তার পাশাপাশি প্রতি ৫০ মিনিটের ক্লাসের সময়সীমা বাড়িয়ে ৭০ মিনিট করা তার সুন্দর ও শিক্ষার্থীবান্ধব পরিকল্পনার অংশ। 

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম আলভী বলেন, শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগ গ্রহণের জন্য হাবিপ্রবির সেশনজট অনেকটাই কমে আসবে। আমরা শিক্ষার্থীরা এমন আরও পরিকল্পিত এবং শিক্ষার্থীবান্ধব উদ্যোগ চাই। যাতে হাবিপ্রবি এগিয়ে যেতে পারে।

অ্যাকাডেমিক কাউন্সিল সভায় অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা জানায়, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা চলমান থাকবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ২০২০ ও ২০১৯ সালে ভর্তি হওয়া শিক্ষার্থী এবং তাদের সঙ্গে রি-অ্যাড হওয়া শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস পরীক্ষা চালু থাকবে। তাদের ক্ষেত্রে পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিল সম্পন্ন করে অফলাইনে পরীক্ষা ও ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মাস্টার্স, এমবিএ ও অনার্সের লেভেল-৪ (২০১৭ সালে ভর্তিকৃত ও তাদের সঙ্গে রি-অ্যাড) এবং লেভেল-৩ (২০১৮ সালে ভর্তিকৃত ও তাদের সঙ্গে রি-অ্যাড) শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল, ব্যবহারিক ক্লাস (যেগুলো হাতে কলমে প্রদর্শন প্রয়োজন) ও মিডটার্ম পরীক্ষা (আলোচনা সাপেক্ষে অনলাইন বা অফলাইনে) সশরীরে অনুষ্ঠিত হবে। এছাড়াও সব থিওরিটিক্যাল ক্লাস, ব্যবহারিক ক্লাস (যেগুলো হাতে কলমে প্রদর্শনের প্রয়োজন নেই) ও কুইজ পরীক্ষা যথারীতি অনলাইনে অনুষ্ঠিত হবে।

এছাড়া প্রথমে মাস্টার্স অথবা এমবিএ ও লেভেল ৪ (২০১৭ সালে ভর্তিকৃত ও তাদের সাথে রি-অ্যাড) এবং লেভেল ৩ (২০১৮ সালে ভর্তিকৃত ও তাদের সাথে রি-অ্যাড) এর শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে।

জনসংযোগ দফতর সূত্রে আরও জানা যায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে অ্যাকাডেমিক কাউন্সিল শেষে পরবর্তী ব্যাচসমূহকে পর্যায়ক্রমে হলে উঠানো হবে। হলে উঠতে হলে সংশ্লিষ্ট হলের প্রকৃত আবাসিক শিক্ষার্থী হতে হবে। হলে প্রবেশের সময় হল কর্তৃক ইস্যুকৃত 'রেসিডেন্সিয়াল আইডি কার্ড' প্রদর্শন করতে হবে। কোভিড ১৯ ভ্যাকসিন কার্ড (কমপক্ষে ১ ডোজ নেওয়া) প্রদর্শন করতে হবে। ১৮, ১৯, ২০ অক্টোবর পর্যায়ক্রমে হলগুলো খুলে দেওয়া ও ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।

 

/টিটি/

সম্পর্কিত

কুয়েট শিক্ষকের মৃত্যু ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণায় বিএনপির উদ্বেগ

কুয়েট শিক্ষকের মৃত্যু ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণায় বিএনপির উদ্বেগ

শিক্ষকের মৃত্যুর জেরে বন্ধ হলো কুয়েট

শিক্ষকের মৃত্যুর জেরে বন্ধ হলো কুয়েট

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে ইতিহাস বিকৃত হয়: শিক্ষামন্ত্রী

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে ইতিহাস বিকৃত হয়: শিক্ষামন্ত্রী

ম্যারাথনের টপ টেনে হাজী দানেশের বিদেশি শিক্ষার্থী

ম্যারাথনের টপ টেনে হাজী দানেশের বিদেশি শিক্ষার্থী

সর্বশেষসর্বাধিক

লাইভ

কুয়েট শিক্ষকের মৃত্যু ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণায় বিএনপির উদ্বেগ

কুয়েট শিক্ষকের মৃত্যু ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণায় বিএনপির উদ্বেগ

শিক্ষকের মৃত্যুর জেরে বন্ধ হলো কুয়েট

শিক্ষকের মৃত্যুর জেরে বন্ধ হলো কুয়েট

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে ইতিহাস বিকৃত হয়: শিক্ষামন্ত্রী

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে ইতিহাস বিকৃত হয়: শিক্ষামন্ত্রী

ম্যারাথনের টপ টেনে হাজী দানেশের বিদেশি শিক্ষার্থী

ম্যারাথনের টপ টেনে হাজী দানেশের বিদেশি শিক্ষার্থী

জাবির রাজা সিফাত, রানি শোভা

জাবির রাজা সিফাত, রানি শোভা

ডেন্টিস্ট বাঁধনকে নিয়ে ‘রেহানা মরিয়ম নূর’ দেখলেন ডেন্টাল চিকিৎসকরা

ডেন্টিস্ট বাঁধনকে নিয়ে ‘রেহানা মরিয়ম নূর’ দেখলেন ডেন্টাল চিকিৎসকরা

বেরোবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

বেরোবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

যেখানে মুক্তমত দমন করা হয়, সেখানে সমাজ বধির: তথ্যমন্ত্রী

যেখানে মুক্তমত দমন করা হয়, সেখানে সমাজ বধির: তথ্যমন্ত্রী

জাবির ‘বি’ ইউনিটে পাসের হার ২৬ শতাংশ

জাবির ‘বি’ ইউনিটে পাসের হার ২৬ শতাংশ

সর্বশেষ

ইউল্যাব জিতে নিলো ‘শিক্ষায় অস্কার’

ইউল্যাব জিতে নিলো ‘শিক্ষায় অস্কার’

এখনও দেশের মানুষকে পুষ্টিকর খাবার দিতে পারছি না: কৃষিমন্ত্রী

এখনও দেশের মানুষকে পুষ্টিকর খাবার দিতে পারছি না: কৃষিমন্ত্রী

পারিবারিক কলহের জেরে আড়াই মাসের শিশুকে হত্যা

পারিবারিক কলহের জেরে আড়াই মাসের শিশুকে হত্যা

ডেঙ্গুতে আরও ৬০ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আরও ৬০ জন হাসপাতালে ভর্তি

ফেব্রুয়ারি থেকে বুড়িগঙ্গার আদি চ্যানেলে পুনঃখনন: তাপস

ফেব্রুয়ারি থেকে বুড়িগঙ্গার আদি চ্যানেলে পুনঃখনন: তাপস

© 2021 Bangla Tribune