X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মেয়র পদপ্রার্থীকে অপহরণ ও মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ

ফেনী প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ২১:২৬আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:২৬

ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে আবদুল হালিম (৩৮) নামের এক মেয়র পদপ্রার্থীকে মারধর করে মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে তাকে অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার (১১ অক্টোবর) দুপুরে আবদুল হালিম ছাগলানইয়া থানায় মামলা করেছেন।

ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় শিশির ও মেজবাহ উদ্দিন নামে দুইজনকে আটক করা হয়েছে। আবদুল হালিম ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে।’

আবদুল হালিমের অভিযোগ, ‘ছাগলনাইয়া পৌরসভার মেয়র পদে মনোনয়ন পত্র জামা দিতে রবিবার (১০ অক্টোবর) বিকালে কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে উপজেলার নির্বাচনি কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছি। এ সময় বর্তমান মেয়র ও আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ মোস্তফার কয়েকজন সমর্থক গতিরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন যুবক মারধর শুরু করেন। এ সময় হাতে থাকা মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে তাকে টেনেহিঁচড়ে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখেন। পরে সন্ধ্যায় তাকে পৌরসভার বাঁশপাড়া এলাকা থেকে উদ্ধার করে পুলিশের সহায়তায় তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।’

তিনি আরও অভিযোগ করেন, রবিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। তাকে সময় শেষ হওয়া পর্যন্ত আটকে রাখা হয়েছিল।

ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ জানান, ঘটনাটি শোনার পর ছাগলনাইয়া যান এবং ঘটনার সত্যতা পান। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান মেয়র ও প্রার্থী মো. মোস্তফার মোবাইলে কল দিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি এই নিয়ে কোনও বক্তব্য দিতে রাজি হননি।

ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, নির্বাচন কার্যালয়ে কেউ অভিযোগ করেনি। বাইরে কোনও ঘটনা হলে সেটি তার জানার কথা নয়।

ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে বিস্তারিত জানেন না।

রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে দুই, সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিন পদের বিপরীতে ১১ ও সাধারণ ৯ ওয়ার্ডের কাউন্সিলর পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সোমবার বাছাই হয়। আগামী ২ নভেম্বর এ পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এফআর/
সম্পর্কিত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
গোবর ফেলা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, বড় ভাই নিহত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা