X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ডোনাল্ড ট্রাম্পকে নকল পশম উপহার দিয়েছে সৌদি আরব!

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ২০:১৪আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২০:৫৭

২০১৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম সফরে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে যে বিরল পশম দেওয়া হয়েছিল সেগুলো ছিল নকল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক তদন্তে বিষয়টি উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর-এর এক প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্পের ওই সফরের সময় মোট ৮২ ধরনের উপহার প্রদান করা হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে।  

তথ্য অধিকার আইনের একটি অনুরোধে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পকে দেওয়া সৌদি আরবের উপহারের তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকায় কম দামি স্যান্ডেল, সার্ফ থেকে শুরু অত্যন্ত দামি পশম ও খঞ্জর রয়েছে।

হোয়াইট হাউজের এক আইনজীবী নিশ্চিত ছিলেন যে পশম ও খঞ্জর যুক্তরাষ্ট্রের বিলুপ্তপ্রায় প্রাণীর আইন লঙ্ঘন করে। কিন্তু ট্রাম্প প্রশাসন তার মেয়াদের শেষ দিন পর্যন্ত এগুলো নিজেদের আয়ত্তে রাখে এবং বিদেশি সরকার কর্তৃক দেওয়া উপহারের তালিকা প্রকাশ করেনি।

যখন এগুলো হস্তান্তর করা হয় তখন সাদা বাঘ ও চিতার পশমে তৈরি তিনটি পোশাক ও খঞ্জর তদন্তকারীদের মনোযোগ আকর্ষণ করে। তখন তারা এগুলো আরও খতিয়ে দেখেন। এতে উঠে আসে, শত কোটি পেট্রো ডলারের মালিক সৌদি রাজপরিবারের পক্ষ থেকে দেওয়া এসব পশম ছিল নকল।

সৌদি আরবের কাছ থেকে ট্রাম্পের জামাত জ্যারেড কুশনার যে দুটি তলোয়ার ও একটি খঞ্জর উপহার হিসেবে পেয়েছিলেন, সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। কুশনার এগুলোর জন্য ৪৭ হাজার ৯২০ ডলার পরিশোধ করেছেন। এগুলোর তালিকা প্রকাশ করা হয়নি।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
সিরিয়ার ওপর থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
মার্কিন শুল্কনীতিকে ব্ল্যাকমেইলের সঙ্গে তুলনা করলেন ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি