X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ২১:১৩আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:১৩

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের আবদুল করিম হত্যা মামলায় ২১ আসামির মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে পাঁচ জনকে যাবজ্জীবন, পাঁচ জনকে পাঁচ বছর করে এবং তিন জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। রায়ে অভিযোগ প্রমাণ না হওয়ায় আট জনকে বেকসুর খালাস দেওয়া হয়। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এই রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন– জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের খাদেম আলী, জহিরুল ইসলাম (পলাতক), আলী আহাদ, গেসু মিয়া ও কুদ্দুস মিয়া।

পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– খান্দুরা গ্রামের জামাল মিয়া, ছোয়াব মিয়া, আরজু মিয়া কসাই, লোকমান মিয়া (পলাতক) ও আছমান মিয়া। একই মামলার তিন আসামিকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তারা হলেন– বরজু মিয়া, ইদ্রিস মিয়া ও জাহাঙ্গীর মিয়া।

আদালত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এক বছরের সশ্রম কারাদণ্ড পাওয়া তিন আসামির প্রত্যেককেই এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৮ এপ্রিল বেলা ১১টায় নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের সালাম বাজারের কাছে মামলার আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে আবদুল করিমকে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে গুরুতর জখম করে। তাকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসাশেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওইদিন (১৮ এপ্রিল) বিকাল ৫টায় তিনি মারা যান। এ ঘটনায় ২০ এপ্রিল নিহতের চাচা হাজি আব্দুল হামিদ বাদী হয়ে ২১ জনকে আসামি করে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ভারপ্রাপ্ত পিপি দ্বীন ইসলাম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবিদ উল্লাহ।

ভারপ্রাপ্ত পিপি দ্বীন ইসলাম বলেন, ‘মামলার রায়ে আমরা সন্তুষ্ট।’

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবিদ উল্লাহ বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।’

 

/এমএএ/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
শাসন করতে গিয়ে ছুরির আঘাতে মেয়ের মৃত্যু, গ্রেফতার বাবা
সর্বশেষ খবর
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক