X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ম্যাজিস্ট্রেটের নাক ফাটালেন পরিবহন শ্রমিকরা

টাঙ্গাইল প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ২২:০৩আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:০৩

টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবহন শ্রমিকদের হামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী আহত হয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় হামলায় তার নাক ফেটে রক্ত বের হয়। ভ্রাম্যমাণ আদালতে দুই পরিবহন শ্রমিককে দণ্ড দেওয়ার পর এ হামলা করা হয়।

দণ্ডপ্রাপ্ত শ্রমিকরা হলেন– ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের যুগিহাটী গ্রামের মৃত মজিদ মণ্ডলের ছেলে হারুনুর রশিদ (৪০) এবং উপজেলা কাগমারী পাড়ার ইকেন আলীর ছেলে মানিক।

জানা গেছে, ভূঞাপুর বাসস্ট্যান্ড ও উপজেলা প্রশাসন কার্যালয়ের গেটের সামনে এলোমেলোভাবে পার্কিং করে দখল করার বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ওঠানো হয়। সভায় উপস্থিত অনেকেই পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দুই পরিবহন শ্রমিককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে তার ওপর হামলা চালান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী এ ঘটনার পর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং শ্রমিক পরিবহন নেতাদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বৈঠকে বসা হয়। এ সময় সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়। পরে শ্রমিক নেতারা ইউএনও ও ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা প্রার্থনা করলে তাদের ক্ষমা করে দেওয়া হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত দুই শ্রমিককে নিয়ে পুলিশ সদস্যরা পুলিশভ্যানে ছিল। সে সময় উত্তেজিত শ্রমিকরা ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালান। পরে ইউএনওর কক্ষে শ্রমিক নেতারাসহ সবাই বসে বিষয়টির সমাধান করা হয়। পরিবহন শ্রমিকরা ক্ষমা প্রার্থনা করায় দুই শ্রমিককে পার্কিংয়ের জন্য জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।’

হামলার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
বিআরটিএর অভিযানে বাড়তি ভাড়া ফেরত পেলেন যাত্রীরা
বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের মারধরে চালক-হেলপারের মৃত্যু
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী