X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ অক্টোবর ২০২১, ১৭:০৮আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৭:১৪

সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রতিবাদে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে বিশৃঙ্খলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে চলমান পরিস্থিতি মোকাবিলা করে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো তথ্যে পড়ুন বিস্তারিত—

ইবি

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সিকৃবি শিক্ষার্থীরা

মিছিল পরবর্তী সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ও হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করে ছাত্র ইউনিয়ন। একই সময়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

চবি

সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন করেছে শিক্ষক সমিতিসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও সনাতন ধর্ম পরিষদ। এতে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তারা।

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন

শিক্ষক সমিতির মানববন্ধনে বক্তারা বলেন, কিছু সংখ্যক ব্যক্তি সম্প্রীতি বিনষ্ট করতে সারাদেশে এসব ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে সব ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে এমন ঘটনা আর না ঘটে। এই পদক্ষেপ সরকারকেই নিতে হবে।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, যে হামলার ঘটনা ঘটেছে, তা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিই নয়, দেশের প্রগতিশীল অস্তিত্বের ওপর হুমকিস্বরূপ। এসব হামলার সুষ্ঠু বিচারের দায়িত্ব সরকারের।

কুবি

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ মঙ্গেলবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মানববন্ধন করেন। নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতাকে সম্প্রতির বাংলাদেশের একটি কালো অধ্যায় বলে উল্লেখ করেন বক্তারা।

সিকৃবি

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার প্রতিবাদে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

চবিতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতিসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও সনাতন ধর্ম পরিষদ

ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশ আয়োজিত হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে, তারাই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশ যে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে সে নৈতিক অবস্থান আজ হুমকির মুখে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সারাদেশে সর্বস্তরের জনগণকে সচেষ্ট থাকতে হবে।

/এসএইচ/
সম্পর্কিত
৩ দাবিতে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের মানববন্ধন
মুরাদনগরের ঘটনায় জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
বেসরকারি মেডিক্যালের দ্বিতীয় সার্কুলারের দাবি
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি