X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বিদেশে বসে অপশক্তির ধারক-বাহকরা ষড়যন্ত্রের জাল বুনছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৯:২৭আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২০:৩৪

ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় বিদেশি শক্তি জড়িত কিনা তা তদন্তের বিষয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘বিদেশে বসে যেকোনও অপশক্তির ধারক ও বাহক ষড়যন্ত্রের জাল বুনছে এটি তো খুব স্পষ্ট। তাদের বিভিন্ন ধরনের কথাও বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। কাজেই কারা এই অপশক্তি, কারা ২০১৩ সালে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, কারা আজকেও একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। যারা রাজনীতি করে না, অপরাজনীতি করে এটি অবশ্যই তাদের কাজ। আমাদের সজাগ থাকতে হবে কেউ যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।’

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি হাজীগঞ্জ পৌর এলাকার শ্রী শ্রী রাজলক্ষ্মী নারায়ণ জিউড় আখড়া ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন। এ সময় দীপু মনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশে যেখানে যেখানে এমন ঘটনা ঘটেছে, এটা তো বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে করা হচ্ছে। সব জায়গাতেই প্রায় চিহ্নিত করা হয়েছে, অপরাধী কারা বা কারা জড়িত। সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা ভাঙচুর ও ঘরবাড়ি পুড়েছে। এতে আমাদের স্বাধীনতাকে আঘাত করা হয়েছে। আমরা যারা বাঙালি, যারা নিজেকে মানুষ বলে দাবি করি, আমাদের সবাইকে একসঙ্গে সেই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পুলিশ তো একা কিছু করতে পারবে না, নিরাপত্তার দায়িত্ব নিতে হবে সবার। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর দায়িত্ব নিতে হবে। আমরা যদি সজাগ থাকি, তাহলে ওই দুষ্কৃতকারীরা পার পাবে না। আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দুষ্কৃতকারীরা সংঘবদ্ধ হলেও আমাদের তুলনায় সংখ্যায় কম। তাই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রণজিত রায় চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুন, ওসি হারুনুর রশিদ, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ভারতবিরোধী কনটেন্ট করায় ক্রিয়েটরের বাড়িতে হামলার অভিযোগ
আন্দোলনকে ভিন্ন খাতে নিতে হামলা: ইশরাক হোসেন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক