X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

'বলসোনারোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা উচিত'

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ১৯:৪৬আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৯:৪৬

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা উচিত বলে মত দিয়েছে দেশটির সিনেটের একটি কমিটির প্রধান। এক খসড়া প্রতিবেদনে তিনি বলেছেন, কোভিড মহামারি মোকাবিলায় সরকারের ত্রুটি বা অব্যবস্থাপনার কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাই প্রেসিডেন্টকে হত্যাকাণ্ডসহ ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হবে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সিনেট কমিটির জন্য ১২শ’ পৃষ্ঠার এই খসড়া প্রতিবেদন প্রস্তুত করেছেন বিরোধীদলীয় সিনেটর রেনান কালহেইরোস। ১১ সদস্যের সিনেট কমিটির জন্য তিনি এটি তৈরি করেন। মঙ্গলবার ওই কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করে। বিস্তারিত আলোচনার পর তারা এ বিষয়ে মতামত দেবে।

বলসোনারো সরকার ভ্যাকসিন প্রাপ্তির প্রাথমিক সুযোগ প্রত্যাখ্যান করেছে, টিকাদান কর্মসূচিকে বিলম্বিত করেছে। আনুমানিক ৯৫ হাজার মানুষকে তাদের জীবন দিয়ে এর মূল্য দিতে হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে গত এপ্রিলে এই কমিটি তদন্ত শুরু করে।

সিনেটর রেনান কালহেইরোস-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জাইর বলসোনারো একটি ভিত্তিহীন বিশ্বাসের দ্বারা পরিচালিত হয়েছেন।

এর আগে মঙ্গলবার বলসোনারো নিজের বিরুদ্ধে চলমান তদন্তকে একটি কৌতুক হিসেবে আখ্যায়িত করেন। সাফ জানিয়ে দেন, এই তদন্ত নিয়ে তিনি উদ্বিগ্ন নন।

করোনাভাইরাসের ভয়াবহতাকে খাটো করে দেখানোর পাশাপাশি এর টিকা নিতেও অস্বীকার করেছেন বলসোনারো। অভিযোগ রয়েছে, কোভিডের প্রথম দিকে মহামারিকে তেমন গুরুত্ব দেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি টিকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নতুন গবেষণাগুলোর দিকে নজর রাখছি। এরইমধ্যে আমার শরীরে সর্বোচ্চ রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে। তাহলে আমি ভ্যাকসিন নেবো কেন? কোনও নাগরিক যদি এটি না নিতে চান, সেটি তার অধিকার এবং সেখানেই এর ইতি টানা উচিত।’

/এমপি/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
যুক্তরাষ্ট্রে ফাঁদ পেতে দমকলকর্মীদের ওপর হামলা, নিহত ২
জোহরান মামদানি কি একজন কমিউনিস্ট?
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন