X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কোটি টাকার বালু তোলায় আড়াই লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১০:০৬আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১০:২২

খাগড়াছড়ির রামগড়ের পিলাক খাল থেকে অবৈধভাবে কোটি টাকার বালু উত্তোলনের দায়ে একজনকে আড়াই লাখ টাকা জরিমানা, বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। তবে মূল হোতারা ধরা পড়েনি বলে অভিযোগ রয়েছে। 

বুধবার (২০ অক্টোবর) ১২টার সময় রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার পিলাকঘাট এলাকায় অভিযান চালিয়ে রামগড় পৌরসভার বল্টুরাম টিলা গ্রামের মুসলিম মিয়ার ছেলে মো. সেলিমকে ঘটনাস্থলে পেয়ে জরিমানা করার পাশাপাশি ড্রেজার মেশিনসহ মালামাল জব্দ করেন।

ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, জনপ্রিয় অনলাইন বাংলা ট্রিবিউনে গত মঙ্গলবার প্রকাশিত সংবাদ প্রশাসনের নজরে আসে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১১ ধারা লঙ্ঘনের দায়ে অপরাধীকে আর্থিক জরিমানা করা হয়। এর নেপথ্যে যত ক্ষমতাশালী থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

পিলাক খাল থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে উল্লেখ্য, সরেজমিন ঘুরে এবং রামগড় উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খাগড়াছড়ির রামগড় উপজেলায় প্রশাসন কর্তৃক নির্ধারিত দুটি বালুমহাল রয়েছে। এর একটি সোনাইপুল, অন্যটি তৈছালা এলাকায়। তবে নির্ধারিত এ দুটি বালুমহাল ছাড়াও রামগড়ের ১২-১৫টি স্পটে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। এর মধ্যে পিলাক খালের ব্রিজের পাশে ছোট বড় তিনটি ড্রেজার মেশিন বসিয়ে বালি তোলা হয়।

অভিযোগ রয়েছে, প্রায় দেড়মাস ধরে তিনটি মেশিনে পিলাক খাল থেকে প্রতিদিন বালু উত্তোলন করা হয়। প্রায় পাঁচ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে। যার বাজারদর আনুমানিক এক কোটি টাকা। উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারির অনুসারী জিয়া এবং নয়ন এই কাজে জড়িত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পিলাক খাল থেকে প্রায় কোটি টাকার বালু অবৈধভাবে তোলা হয়েছে রামগড় পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম হাসান নয়ন জানান, তারা বালু তুলেছেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারির নির্দেশনায়। তিনি আরও জানান, রামগড় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী জিয়া উদ্দিন জিয়াসহ তারা গত দেড়মাস ধরে প্রায় কোটি টাকার বালু উত্তোলন করে জমা করেছেন। ৪-৫ লাখ টাকার বালু তারা বিক্রিও করেছেন। বালুমহলটি বৈধ না অবৈধ এই বিষয়ে জানতে চাইলে তিনি রামগড় উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কার্বারি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বালুমহলটি অবৈধ এবং তার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করছেন বলে জানান। তিনি এই বিষয়ে সংবাদ প্রচার না করারও অনুরোধ করেছিলেন।

 

/টিটি/
সম্পর্কিত
এক গ্রামে অর্ধশতাধিক পাখির মৃত্যু
বিষ প্রয়োগ করে শতাধিক পাখি হত্যা
হাকালুকি হাওরে ২৭ অতিথি পাখি হত্যা
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়