X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ফেসবুক পোস্ট নিয়ে বাড়িঘরে আগুন মানবাধিকারের চরম লঙ্ঘন’

রংপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ২২:০৪আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:১১

রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশন গঠিত তদন্ত দলের প্রধান কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আশরাফুল আলম। 

তিনি বলেছেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বীদের বাড়িঘরে আগুন দেওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিনভর বড় করিমপুর মাঝিপাড়ায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি বলেন, তাণ্ডবে সব হারানো পরিবারগুলো বলেছে, শঙ্কার মধ্য দিয়ে দিনযাপন করছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। ভবিষ্যতে ঠিকমতো চলাফেরা, ব্যবসা-বাণিজ্য করতে পারবে কিনা তা নিয়ে চিন্তিত তারা।

দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত তদন্ত কমিটির দুই সদস্যকে নিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে লিখিত জবানবন্দি নিয়েছেন বলেও জানান পরিচালক আশরাফুল আলম। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনের কাছে জমা দেবেন বলে জানান তিনি। এরপর কমিশন সুপারিশ আকারে বিষয়টি সরকারের কাছে উপস্থাপন করবে।

এক প্রশ্নের জবাবে আশরাফুল আলম বলেন, মানবাধিকার কমিশন গণমাধ্যমে বিষয়টি জানার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানায়। সবার সঙ্গে কথা বলে জানা গেছে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযুক্ত ব্যক্তিকে বিচারের আওতায় আনা যেতো। কিন্তু এটিকে কেন্দ্র যে, তাণ্ডব চালানো হয়েছে, বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে; তা মানবাধিকারের চরম লঙ্ঘন। সরকার এই ঘটনার পর ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করেছে, সহযোগিতাও করেছে। এ ছাড়া বিভিন্ন এনজিও এবং মানবাধিকার সংগঠন এগিয়ে এসেছে; এটি ভালো দিক। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানাই।

/এএম/
সম্পর্কিত
অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ: ব্যবস্থা নিতে বলল মানবাধিকার কমিশন
জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদনবারবার তাগাদার পরও জবাব দিচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়
‘মুক্ত গণমাধ্যম ও মানবাধিকার সুরক্ষা একে অপরের পরিপূরক’
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া